ঈদে ১০ দিন বন্ধ দর্শনা রেলবন্দর

3 months ago 19

ঈদুল আযহা উপলক্ষে একটানা ১০ দিন বন্ধ থাকবে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর।

দর্শনা হল্ট রেলস্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঈদ উপলক্ষে বাংলাদেশ রেল ভবন থেকে নির্দেশনা অনুযায়ী এই ছুটি ঘোষণা করা হয়েছে। ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত রেলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। এসময় এলাকার সব বাণিজ্যিক ব্যাংক বন্ধ থাকায় আমদানিকারকরা লেনদেন করতে পারবেন না। ফলে রেলবন্দর দিয়ে ভারত থেকে কোনো মালামাল আমদানি হবে না।

তবে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ রমজান আলী। তিনি বলেন, ঈদ উপলক্ষে রেলবন্দরের আমদানি কার্যক্রম বন্ধ থাকলেও দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

এদিকে দর্শনা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী খন্দকার শওকত আলী জানিয়েছেন, ছুটির এই সময়ে সিঅ্যান্ডএফ সংস্থার সব অফিস ও কার্যক্রম বন্ধ থাকবে।

হুসাইন মালিক/এমএন/এমএস

Read Entire Article