ঈদের ছুটিতে রাজধানীর যে বিনোদনকেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড় থাকে তার মধ্যে অন্যতম মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। এবার ঈদে লম্বা ছুটি ও টানা বৃষ্টিতে আশানুরূপ দর্শনার্থী না হওয়ার আশঙ্কা করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে নিরাপত্তা নিশ্চিত করাসহ টুকিটাকি সাজসজ্জায় ঈদ প্রস্তুতি সেরেছে কর্তৃপক্ষ।
ঈদের পর রোববার সাপ্তাহিক ছুটির দিনও খোলা থাকবে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। ঈদের দ্বিতীয় দিন থেকে শুরু করে তার পরের কয়েকদিন তিন থেকে চার লাখ দর্শনার্থী আশা করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৫ জুন) চিড়িয়াখানায় গিয়ে দেখা যায়, চিড়িয়াখানার বিভিন্ন অংশ পরিষ্কারের পাশাপাশি রাঙানো হচ্ছে। ময়লা-আবর্জনা পরিষ্কার করতে দেখা গেছে।

আগামী ৭ জুন সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। সেদিন শনিবার স্বাভাবিকভাবেই খোলা থাকবে চিড়িয়াখান। ৮, ৯ ও ১০ জুন চিড়িয়াখানায় দশনার্থীদের ভিড় থাকবে, এমন আশা সংশ্লিষ্টদের।
জানতে চাইলে চিড়িয়াখানার পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার জাগো নিউজকে বলেন, ঈদে যে ভিড় হয় তা মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছি। আমরা ধারণা করছি যেহেতু লম্বা ছুটি একেবারে চাপ খুব বেশি পড়বে না। কোরবানি ঈদের তৃতীয় দিন সাধারণত দর্শনার্থীর সংখ্যা একটু বেশি হয়।

‘কোনো একদিন খুব বেশি দর্শনার্থীর চাপ হয়তো পড়বে না। কারণ লম্বা ছুটি, আবার আবহাওয়ার বিষয়টিও আছে। এই বৃষ্টি হচ্ছে, এই গরম পড়ছে। এটাও দর্শনার্থী সংখ্যার ক্ষেত্রে একটা প্রভাব ফেলতে পারে।’, যোগ করেন চিড়িয়াখানা পরিচালক।
প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, দর্শনার্থীরা যাতে সুন্দর ও নিরাপদে চিড়িয়াখানা পরিদর্শন করতে পারেন সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের নিজস্ব নিরাপত্তাকর্মীর পাশাপাশি পুলিশ থাকবে। বৃষ্টি হলে দর্শনার্থীরা ১৮টি ছাউনির নিচে আশ্রয় নিতে পারবেন। আর গরমে পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকবে দর্শনার্থীদের জন্য। চিড়িয়াখানায় স্থায়ী টিকিট কাউন্টারের বাইরে অস্থায়ী টিকিট কাউন্টারও রাখা হবে।

ঈদের ছুটিতে প্রতিদিন কয়েক লাখ দর্শনার্থীর ভিড় হয় মিরপুর চিড়িয়াখানায়। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকে। ৫০ টাকার টিকিট কেটে সেখানে দিনভর সময় কাটাতে পারেন দর্শনার্থীরা।
রফিকুল ইসলাম বলেন, ‘কোরবানির ঈদের পরদিন এক লাখ, তার পরদিন এক লাখ ৩০ হাজারের মতো লোক হয়। সাধারণত তিন-চারদিন ভিড় থাকে। এ বছর যেহেতু লম্বা ছুটি প্রতিদিনই ভিড় হবে। কোনো একদিন অনেই বেশি ভিড় হবে, এবার এমনটা হয়তো হবে না।'
এসএম/বিএ/জেআইএম

 4 months ago
                        59
                        4 months ago
                        59
                    








 English (US)  ·
                        English (US)  ·