ঈদের দ্বিতীয় দিনও গাজায় ইসরায়েলি তাণ্ডব, নিহত অন্তত ৩৪

1 day ago 10

ঈদুল ফিতরের দ্বিতীয় দিনও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সোমবার (৩১ মার্চ) তাদের হামলায় অন্তত ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগের দিন দখলদার বাহিনীর হাতে প্রাণ হারিয়েছিলেন অন্তত ৬৪ ফিলিস্তিনি, যাদের মধ্যে বেশ কয়েকজন শিশুও ছিল।

গাজায় সপরিবারে ফিলিস্তিনি সাংবাদিক নিহত

আল-জাজিরা আরবির বরাতে জানা গেছে, দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি সাংবাদিক মোহাম্মদ সালেহ আল-বারদাউইল, তার স্ত্রী ও তিন সন্তান নিহত হয়েছেন।

আরও পড়ুন>>

এর আগে, রাফাহ বসবাসরত ফিলিস্তিনিদের আল-মাওয়াসি এলাকায় আশ্রয় নিতে নির্দেশ দেয় ইসরায়েল। তবে নতুন এই স্থানান্তর নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই আল-মাওয়াসিতে বোমা হামলা চালিয়ে দুইজনকে হত্যা করে দখলদার বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্যমতে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৫০ হাজার ৩৫৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৪০০ জন। তবে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর বলেছে, মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে, কারণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজারো মানুষকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

বৈরুতে ফের ইসরায়েলি হামলা

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠ দাহিয়েহতে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নভেম্বর মাসে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির পর এটি দ্বিতীয়বারের মতো ইসরায়েলের হামলা।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা একটি ভবনে হামলা চালিয়েছে যেখানে হিজবুল্লাহর এক সদস্য অবস্থান করছিলেন। ওই ব্যক্তি হামাসের এক যোদ্ধাকে ইসরায়েলে হামলা চালাতে সহায়তা করছিলেন বলে ইসরায়েলের দাবি। হামলায় ভবনটি ধ্বংস হয়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এর আগে, গত ২৮ মার্চ বৈরুতে আরেকটি আবাসিক ভবনে হামলা চালিয়েছিল ইসরায়েল। তখন তারা দাবি করেছিল, ওই ভবনটি হিজবুল্লাহর ড্রোন তৈরির কারখানা ছিল। যদিও সে দাবি প্রমাণিত হয়নি। ওই হামলায় কেউ নিহত হয়নি, কারণ ইসরায়েল আগে থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল। তবে এবারের হামলার আগে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।

ইয়েমেনে মার্কিন বাহিনীর হামলা

হুথি-সম্পর্কিত আল মাসিরাহ টিভির তথ্যমতে, মার্কিন বাহিনী সাম্প্রতিক সময়ে ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে ১৫টি বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে সাদা শহর, মাইজ ও সাহার জেলায় আঘাত হেনেছে হামলাগুলো।

এছাড়া, মার্কিন বাহিনী রাজধানী সানার কাছে সানহান জেলার জারবান এলাকায়ও হামলা চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা
কেএএ/

Read Entire Article