‘ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না’, গানটি জানিয়ে দিয়েছে, সুরকার প্রিন্স মাহমুদ কেবল অডিওর নন। প্লেব্যাকেও স্বার্থক নন্দিত এই সুরকার। ২০২৩ সালে তার সুর করা গান ‘ঈশ্বর’ তাকে এনে দিল সম্মাননা।
গত শনিবার রাতে ঢাকার বনানীর অভিজাত একটি হোটেলে অনুষ্ঠিত হয় দেশের জাতীয় গণমাধ্যমে কর্মরত বিনোদন সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (সিজেএফবি) পুরস্কারের ২৩তম আসর। ২০২৩ সালের সবচেয়ে আলোচিত ‘প্রিয়তমা’ সিনেমার প্রশংসিত ও জনপ্রিয় গান ‘ঈশ্বর’-এর জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছেন প্রিন্স মাহমুদ। এই শাখায় মনোনয়ন পান হাবিব ওয়াহিদ এবং ইমরান মাহমুদুল।
২০২৩ সালে প্রকাশিত সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বর্ষসেরাদের হাতে স্মারক, মেডেল ও সনদ তুলে দেওয়া হয় এই পুরস্কারের অনুষ্ঠানে। ফাঁকে ফাঁকে ছিল পারফরমেন্স। পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন বেবী নাজনীন, পূর্ণিমা, পরীমনি, তানজিন তিশা, মেহজাবীন, পারসা ইভানা, সজল, স্পর্শিয়া, তসনিয়া ফারিণ, সাইদুর রহমান পাভেলের মতো তারকারা।
কেউ কেউ বলছেন, প্রিন্স মাহমুদের এই পুরস্কার ছিল ‘এ ভেরি ডিজার্ভড অ্যাওয়ার্ড’। কেউ বলছে, যোগ্যতম ব্যক্তির হাতে গেছে পুরস্কারটি। কণ্ঠশিল্পী রফিকুল আলম তার হাতে পুরস্কারের স্মারক তুলে দেওয়ার আগে বলেন, ‘প্রিন্স মাহমুদের জন্য জোরে হাততালি হবে।’ এ সময় পাশে ছিলেন কিংবদন্তিসম গীতিকবি লতিফুল ইসলাম শিবলী। তিনি বলেন, ‘প্রিন্স মাহমুদ বাংলা সংগীতের যুবরাজ। এই পর্যায়ে আসতে তাকে কত সাধনা, কষ্ট এবং পরিশ্রম করতে হয়েছে, তা আমরা জানি।’ পুরস্কার পেয়ে কেমন লাগল? জানতে চাইলে প্রিন্স মাহমুদ বলেন, ‘দায়িত্ব বেড়ে গেল।’
কেবল ২০২৩ নয়, গেল বছরেও প্রিন্স মাহমুদের একটি গান পেয়েছে জনপ্রিয়তা। রীতিমতো উন্মদনা তৈরি হয় ‘রাজকুমার’ ছবির ‘ভালো বাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি’ গানে। তরুণ শিল্পীর গাওয়া গানটি এতটাই প্রভাব ফেলে যে, গানটির ওপর ভিত্তি করে পরে নির্মিাণ শুরু হয় শাকিব খান অভিনীত নতুন আরেক সিনেমা ‘বরবাদ’। প্রিন্স মাহমুদের কথা ও সুরে ‘বরবাদ’ গানটি গেয়েছিলেন তরুণ শিল্পী আলিফ।
আরএমডি/এমএমএফ/এএসএম