ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কমিটিকে পকেট কমিটি উল্লেখ করে বাতিলের দাবিতে মশাল মিছিল করেছেন স্থানীয় বিএনপির একাংশের নেতা-কর্মীরা।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর বাজারে স্থানীয় বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবীর শাহীনের অনুসারী শতাধিক নেতা-কর্মী মিছিল বের করেন। এসময় তারা হাতে মশাল নিয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পকেট কমিটির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষুব্ধ নেতা-কর্মীরা জানান, সম্প্রতি গঠন হওয়া উপজেলা ও পৌর কমিটিতে বিএনপির ত্যাগী নেতাদের নাম বাদ দেওয়া হয়েছে। যে নেতা যেই পদের উপযুক্ত সেই পদ তাদের দেওয়া হয়নি। আওয়ামী লীগের রাজনীতি করেছে এমন ব্যক্তিকেও পদে রাখা হয়েছে। ফলে ত্যাগী বিএনপি নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়েছেন। এটি নিঃসন্দেহে পকেট কমিটি। এই কমিটি বাতিল করে ত্যাগীদের উপযুক্ত পদে আনতে হবে। তা না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
মিছিলে অংশগ্রহণকারী সাইফুল সরকার নিজেকে পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক দাবি করে বলেন, আমরা যারা ১৭ বছর নির্যাতিত, তাদেরকে বাদ দিয়ে রাতের আঁধারে পকেট কমিটি করা হয়েছে। এর মাধ্যমে আমরা অপমানিত বোধ করছি। এই পকেট কমিটি বাতিল করতে হবে। তা না হলে বঞ্চিতরা আরও ফুঁসে উঠবে।
বিএনপির একটি সূত্র জানায়, শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে তারাকান্দা উপজেলার নতুন বাজার এলাকার একটি মাঠে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এই সমাবেশ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্ব উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ বক্তব্য দেন।
এসময় জেলার হালুয়াঘাট, ধোবাউড়া, ফুলপুর, তারাকান্দা, গৌরীপুর, নান্দাইল উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এই সমাবেশে ঈশ্বরগঞ্জের নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবুর পক্ষের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। কিন্তু কমিটিতে উপযুক্ত পদ না পাওয়ায় উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবীর শাহীনের নেতৃত্বে তার অনুসারী নেতা-কর্মীরা সমাবেশে অংশগ্রহণ না করে নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল বের করেন।
বক্তব্য জানতে বিএনপি নেতা সাবেক সংসদ শাহ নুরুল কবীর শাহীনের মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।
তবে নবগঠিত কমিটির উপজেলা বিএনপির সদস্যসচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি বলেন, সমাবেশে যোগ না দিয়ে সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির শাহীনের লোকজন কমিটি বাতিল চেয়ে মশাল মিছিল করেছে। এমনটা করে আমাদের দলীয় ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। আমরা মনে করি, উপযুক্ত নেতাদেরকেই কমিটিতে জায়গা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, দলকে ঐক্যবদ্ধ করতে সব পক্ষের লোকজন নিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে। মশাল মিছিল সম্পর্কে আমার কিছু জানা নেই।
প্রায় দুই বছর পর গত ১৩ ফেব্রুয়ারি রাতে ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি প্রকাশ করেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। ঈশ্বরগঞ্জে উপজেলা বিএনপিতে লুৎফুল্লাহেল মাজেদকে আহ্বায়ক ও আমিরুল ইসলাম ভূঁইয়াকে সদস্যসচিব করে ১০২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির কমিটিতে সায়েদুল হককে আহ্বায়ক ও নূরে আলমকে সদস্যসচিব করে ৮৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কামরুজ্জামান মিন্টু/এফএ/এমএস