ঈশ্বরদীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল ছাত্র-জনতা

3 hours ago 4

পাবনার ঈশ্বরদীতে বুলডোজার দিয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) গভীর রাতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বুলডোজার দিয়ে উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ কার্যালয় ভেঙে দেয়।

এদিন রাতেই ঈশ্বরদীর আলহাজ মোড়ে অবস্থিত বিজয় স্তম্ভের পাশে নির্মিত ‘ঘৃণাস্তম্ভ’ ভেঙে ফেলেন তারা। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলার আহ্বায়ক বরকত উল্লাহ ফাহাদ বলেন, ঈশ্বরদী উপজেলা আওয়ামী কার্যালয় ভেঙে ফেলছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। দেশের‌ কোথাও আওয়ামী লীগ ফ্যাসিবাদের বিভিন্ন স্থাপনার চিহ্ন থাকবে না ইনশাআল্লাহ। আওয়ামী ফ্যাসিবাদী পুনঃপ্রতিষ্ঠার কার্যক্রম ছাত্র-জনতা এভাবেই রুখে দেবে।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ঈশ্বরদী থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। নিয়মিত‌ পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর টহল কার্যক্রম অব্যাহত আছে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

Read Entire Article