ঈশ্বরদীতে আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা

2 hours ago 5

পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আলহাজ মোড় বিজয় স্তম্ভের পাশে নির্মিত ঘৃণা স্তম্ভ ভাঙচুর করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের স্টেশন রোডে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ছাত্র-জনতা ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’সহ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে বুলডোজার এনে ভাঙচুর শুরু করে। কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল পুনরায় ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে ছাত্র-জনতা পৌর শহরের আলহাজ মোড়ে বিজয় স্তম্ভের পাশে নির্মিত ঘৃণা স্তম্ভ গুঁড়িয়ে দেয়।

আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ ছাত্র-জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তবে এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

ঈশ্বরদীতে আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা

এর আগে মঙ্গলবার রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে জানানো হয়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি বুধবার রাতে ছাত্রদের উদ্দেশে বক্তব্য দেবেন। এরপর শেখ হাসিনা ভাষণ দিলে ছাত্র-জনতা বিক্ষুদ্ধ হয়ে ভাঙচুর শুরু করেন।

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর তিন দফা ঈশ্বরদী আওয়ামী লীগ কার্যালয় ও বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করা হয়েছিল।

শেখ মহসীন/এএইচ/এএসএম

Read Entire Article