ঈশ্বরদীতে বেশি ভাড়া আদায়ে ৫ কাউন্টারে অভিযান, জরিমানা

1 day ago 10

ঈশ্বরদীতে বেশি ভাড়া আদায়ে বাসের পাঁচ কাউন্টারকে ৫০ হাজার টাকা ও দুটি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৬ এপ্রিল) উপজেলার দাশুড়িয়া বাস কাউন্টার ও শহরের স্টেশন রোডে অভিযান চালিয়ে এ জরিমানা করেন পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দাশুড়িয়া ট্রাফিক মোড় থেকে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, খুলনা, যশোর, রাজশাহী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় চলাচলকারী যানবাহনগুলোর মধ্যে টিকিটে ভাড়া মূল্য না লেখা ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পাঁচটি বাস কাউন্টারে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ঈশ্বরদীতে বেশি ভাড়া আদায়ে ৫ কাউন্টারে অভিযান, জরিমানা

এছাড়াও নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে পৌর শহরের স্টেশন রোডে ঢাকা বিরিয়ানি হাউজকে ১০ হাজার ও পাল রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তরের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, ঈদে বাড়িতে আসা মানুষগুলো জীবিকার তাগিদে আবার ফিরে যাচ্ছে। ফলে যানবাহনগুলোতে অতিরিক্ত যাত্রীর চাপ। এ সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় করছেন পরিবহন সংশ্লিষ্টরা। কাউন্টারগুলোতে অভিযান চালিয়ে এর সত্যতা মেলায় অভিযুক্তদের জরিমানা করা হয়েছে।

শেখ মহসীন/আরএইচ/জিকেএস

Read Entire Article