ঈশ্বরদীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, চরম ভোগান্তি

ডিপ্লোমা কৃষিবিদদের জন্য স্বতন্ত্র পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ ৮ দফা দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ‎ ‎সোমবার (২২ ডিসেম্বর) সকালে পর্ব সমাপনী পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা ঈশ্বরদী শহরের রেলগেট এলাকায় প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন। ‎ ‎এ সময় সড়কের দুই পাশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয় পাশে তিন শতাধিক যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়। ‎ ‎শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন না হওয়ায় বাধ্য হয়েই তারা সড়ক অবরোধে নামতে বাধ্য হয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। ‎‎খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন, অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এক পর্যায়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান এবং তাদের ন্যায্য দাবি দাওয়া

ঈশ্বরদীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, চরম ভোগান্তি

ডিপ্লোমা কৃষিবিদদের জন্য স্বতন্ত্র পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ ৮ দফা দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

‎সোমবার (২২ ডিসেম্বর) সকালে পর্ব সমাপনী পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা ঈশ্বরদী শহরের রেলগেট এলাকায় প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন।

‎এ সময় সড়কের দুই পাশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয় পাশে তিন শতাধিক যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়।

‎শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন না হওয়ায় বাধ্য হয়েই তারা সড়ক অবরোধে নামতে বাধ্য হয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

‎‎খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন, অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এক পর্যায়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান এবং তাদের ন্যায্য দাবি দাওয়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইতোমধ্যে জানিয়েছেন বলে জানালে ও শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয় এবং যানচলাচল স্বাভাবিক হয়।

‎উল্লেখ্য, সারা দেশের মতো গত পাঁচ দিন ধরে ৮ দফা দাবিতে ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow