উইন্ডিজদের বিপক্ষে জয় এনে দিয়ে যা বললেন রিশাদ

2 hours ago 5

একসময় মনে হচ্ছিল, ওয়েস্ট ইন্ডিজের জয় কেবল সময়ের ব্যাপার। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের ৭৪ রানের জয়ে শুরু হলো তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন রিশাদ হোসেন, যিনি একাই তুলে নিয়েছেন ৬টি উইকেট মাত্র ৩৫ রানের বিনিময়ে, সঙ্গে ব্যাট হাতে ১৩ বলে ২৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে জয়ের পুঁজি যোগ করেছেন।

ম্যাচ শেষে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার গ্রহণের সময় রিশাদ শেয়ার করেছেন তার মনোভাব, ‘প্রথমে আলহামদুলিল্লাহ, দলের জন্য নিজে অবদান রাখতে পেরেছি। তবে আমি একা কৃতিত্ব নিতে চাইনি। মনে রেখেছি আমার প্রক্রিয়ার মধ্যে থাকব, আর সুযোগ এলে কাজে লাগাব। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ।’

তিনি আরও বলেন, ‘ওরা খুব সুন্দর ব্যাটিং করছিল, কিন্তু আমরা চেষ্টা করেছি হতাশ না হয়ে ধৈর্য ধরে বল করতে। আমাদের ১১ জনেরই বিশ্বাস ছিল যে যেকোনো মুহূর্তে আমরা কামব্যাক করতে পারব। কৃতিত্ব পুরো একাদশের।’

রিশাদের এই পারফরম্যান্স শুধু ম্যাচ জেতার কৃতিত্ব নয়, বরং বাংলাদেশ ক্রিকেটের একতার ও মনোবলের প্রতিফলন। ধৈর্য, সঠিক সিদ্ধান্ত, এবং একে অপরের প্রতি বিশ্বাস—এই তিনটির মিলেই সম্ভব হয়েছে ক্যারিবীয়দের ধসানো।

মিরপুরের এই জয় বাংলাদেশ দলের জন্য নতুন আত্মবিশ্বাসের বার্তা, যা আগামী ম্যাচগুলোতে আরও শক্তি যোগ করবে।

Read Entire Article