উইলিয়ামসন অবিক্রীত, নতুন দলে ডু প্লেসি

3 months ago 25

আইপিএলের মেগা নিলামে দল পাননি কেন উইলিয়ামসন। সাবেক নিউজিল্যান্ডের অধিনায়কের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। আগের আসরে তিনি গুজরাট টাইটাসনের হয়ে খেললেও তাকে রিটেইন করেনি ফ্র্যাঞ্চাইজিটি। যে কারণে উইলিয়ামসনের নাম জমা হয় নিলাম তালিকায়।

উইলিয়ামসনের পর নিলামে তোলা হয় নিউজিল্যান্ডের আরেক ক্রিকেটার গ্লেন ফিলিপসকে। তিনিও অবিক্রীত রয়ে গেছেন। তার ভিত্তিমূল্যও ছিল ২ কোটি রুপি।

নতুন ঠিকানায় গেছেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি। তাকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। ৪০ বছর বয়সী প্রোটিয়া ব্যাটারকে ২ কোটি রুপি ভিত্তিমূল্যেই দলে নিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

ডু-প্লেসিকে ২ কোটির ভিত্তিমূল্যে তোলা হলেও প্রথমে কেউ আগ্রহ দেখায়নি। পরে ভেবেচিন্তে দিল্লি প্যাডল তোলে। আর কেউ বিড না করায় দিল্লিই পেয়ে যান তাকে। সর্বশেষ মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে খেলেন ডু- প্লেসি। দিল্লি তাকে পেয়ে গেলেও রাউট টু ম্যাচ কার্ডও বের করেনি আরসিবি।

এমএইচ/এমএস

Read Entire Article