উইলিয়ামসনের রেকর্ড, তবুও হারের পথে নিউজিল্যান্ড

3 hours ago 5

ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিনে নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড করেছেন কেন উইলিয়ামসন। দেশটির প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৯ হাজার পূর্ণ করেছেন সাবেক অধিনায়ক।

উইলিয়ামসনের রেকর্ড দিনে জয়ের সম্ভাবনা ম্লান নিউজিল্যান্ডের। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে মাত্র ১৫৫ রান তুলে দিনের খেলা শেষ করেছে কিউইরা। এতে স্বাগতিকদের লিড হয়েছে মাত্র ৪ রানের।

বাকি ৪ উইকেটে লিড বেশি একটি বড় করার সম্ভাবনা নেই নিউজিল্যান্ডের। কিউইদের লিড ১০০ রানের নিচে রাখতে পারলে ক্রাইস্টচার্চ টেস্ট সহজেই জিতে নিতে পারবে ইংল্যান্ড। ম্যাচের বর্তমান চিত্র আপাতত সে কথাই বলছে।

দিনটি ছিল পুরোপুরি ইংল্যান্ডের দখলে। ৫ উইকেটে ৩১৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে ইংলিশরা থামে ৪৯৯ রানে (হ্যারি ব্রুক ১৭১, অলি পোপ ৭৭, বেন স্টোকস ৮০, গাস অ্যাটকিনসন ৪৮ ও বেন ডাকেট ৪৬)। এতে ইংলিশদের লিড হয় ১৫১ রানের।

এরপর দেড় শতাধিক রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করা নিউজিল্যান্ডের উইকেট ভাগাভাগিতে মেতে ওঠেন দুই ইংল্যান্ড পেসার- ক্রিস ওকস ও ব্রাইডন কার্স। দুজনই নেন সমান ৩টি করে উইকেট।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও নিউজিল্যান্ডের হয়ে লড়াই করেন উইলিয়ামসন। প্রথম ইনিংসে ৭ রানের জন্য করতে পারেননি সেঞ্চুরি (১৯৭ বলে ৯৩)। দ্বিতীয় ইনিংসে থেমে যান ফিফটির পরপরই (৮৬ বলে ৬১)।

বিস্তারিত আসছে...

এমএইচ/এএসএম

Read Entire Article