উখিয়ায় রোহিঙ্গা শিবিরে আগুন

2 months ago 27

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি এনজিও সংস্থার লার্নিং সেন্টার, ১১টি দোকান ও ১২টি রোহিঙ্গা সেল্টার পুড়ে গেছে। রোববার (১ ডিসেম্বর) দুপুরের দিকে উখিয়ার-৭ নম্বর বি/৭ ব্লকের রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

উখিয়ার ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, দুপুরের দিকে রোহিঙ্গা ক্যাম্প-৭ এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে পুড়েছে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কেন্দ্রের ভেতরে থাকা সেলাই মেশিনসহ অন্যান্য সরঞ্জাম, ১১টি দোকান, একটি লার্নিং সেন্টার এবং ১২টি রোহিঙ্গা সেল্টার। এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

তিনি  বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কেন্দ্রের সোলার প্যানেলের ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

Read Entire Article