উচ্চ শব্দে গান বাজানোয় ৬ পর্যটকবাহী নৌকাকে জরিমানা

3 months ago 32

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে উচ্চ শব্দে গান বাজানোর অপরাধে ছয়টি পর্যটকবাহী নৌকাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ জুন) বিকেল অভিযান চালিয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, উপজেলার পাতারগাঁও, বাদাঘাট এবং টাঙ্গুয়ার হাওর, টেকেরঘাট এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি পর্যটকবাহী ট্রলারকে ১০ হাজার টাকা ও একটি হাউসবোটকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

উচ্চ শব্দে গান বাজানোয় ৬ পর্যটকবাহী নৌকাকে জরিমানা

এ বিষয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কাশেম বলেন, ইতোমধ্যে টাঙ্গুয়ার হাওরসহ সব পর্যটন স্পটে পর্যটকরা আসতে শুরু করেছেন। তবে হাওরের সৌন্দর্য উপভোগ করার জন্য ইতোমধ্যে কিছু নির্দেশনা আমরা দিয়েছি। তার মধ্যে হাওরে উচ্চ সুরে গান-বাজনা করা যাবে না। পাশাপাশি হাওরকে পরিষ্কার রাখতে প্লাস্টিক বর্জ্য, বোতল ও অন্যান্য পরিবেশ দূষণকারী বর্জ্য হাওরের পানিতে ফেলা যাবে না।’

লিপসন আহমেদ/আরএইচ/এমএস

Read Entire Article