উচ্চশিক্ষায় গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : রুয়েট উপাচার্য

1 week ago 14

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেছেন, ‘গবেষণামুখী শিক্ষাকে আরও শক্তিশালী করতে সমন্বিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। গবেষণার গুণগত মান উন্নত হলে দেশ-জাতির অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে। এ লক্ষ্যে উচ্চশিক্ষায় গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছে রুয়েট।’

রোববার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত গবেষণা মূল্যায়ন কমিটির ২৭তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সভায় গবেষণা ও সম্প্রসারণ দপ্তরে পরিচালিত গবেষণা মূল্যায়ন কমিটির ২৬তম সভার কার্যবিবরণী, সভার অগ্রগতি প্রতিবেদন, ২০২৫-২৬ অর্থবছরে দ্বিতীয় ধাপে আহ্বানকৃত বিভিন্ন গবেষণা প্রকল্পের অনুমোদন এবং আহ্বান করা গবেষণা প্রকল্পের প্রপোজালসমূহের রিভিউয়ারদের সম্মানী প্রদান, গবেষণা প্রকল্পের পরিচালকদের আবেদনের প্রেক্ষিতে গবেষণা সহকারী নিয়োগ প্রদানের অনুমতির অনুমোদন এবং বিভিন্ন অর্থবছরের অনুমোদিত গবেষণা প্রকল্পসমূহের মেয়াদ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানা, অর্থ ও হিসাব দপ্তরের কম্পট্রোলার মো. নাজিমউদ্দীন আহম্মদ, প্রকৌশল দপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শাহাদৎ হোসেন।

সভাটি সঞ্চালনা করেন কমিটির সদস্য-সচিব এবং গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক।

Read Entire Article