উচ্ছৃঙ্খল মেয়ে তিশা, সংগ্রামী যুবক আরশ

2 months ago 31
উচ্ছৃঙ্খল এক মেয়ে ও সংগ্রামী এক যুবকের দুষ্টু-মিষ্টি প্রেমের গল্প নিয়ে আসছেন নবীন নির্মাতা মোহাম্মদ আলী রিফাত।  ‘সামির গার্লফ্রেন্ড’ শিরোনামের নাটকটি নির্মাণ করছেন তিনি, যেখানে চিত্রায়িত হয়েছে সমাজের প্রচলিত মূল্যবোধ এবং আধুনিক সম্পর্কের বিভিন্ন রূপ। রিফাত আদনান পাপনের রচনা থেকে নির্মিত এই নাটকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সময়ের জনপ্রিয় দুই মুখ—আরশ খান ও তাসনুভা তিশা। নাটকের গল্পটি আবর্তিত হয়েছে এক উচ্ছৃঙ্খল মেয়ে এবং এক সংগ্রামী যুবকের সম্পর্কের মধ্য দিয়ে।  আরশের চরিত্রের নাম ‘সামি’।  যে এমন এক যুবক, যার নিজের ক্যারিয়ার ও জীবনের লক্ষ্য পূরণের জন্য কঠোর পরিশ্রম করছেন।   নাটক টি নিয়ে নির্মাতা রিফাত জানান, ‘গল্পে রয়েছে অনেকটা মজা ও পারিবারিক মেসেজ। তবে এই চেনা গল্পেও দর্শকরা ভিন্নধর্মী এক স্বাদ খুঁজে পাবেন।’ আরশ-তিশার সম্পর্কের দুষ্টু-মিষ্টি মুহূর্তগুলো তুলে ধরতে চেষ্টা করা হয়েছে নাটকটিতে।  নতুন এই নাটকের গল্প নিয়ে আরশ বলেন, ‘গল্পটি আমাদের সমাজের পরিচিত ঘটনাগুলোকে সামনে নিয়ে আসে, যা দর্শকদের হৃদয়ে দাগ কাটবে।’ অভিনেত্রী তিশাও তার চরিত্রটি উপভোগ করছেন বলে জানিয়েছেন।  তিনি বলেন, ‘এই ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে পেরে আমি আনন্দিত।’ নাটকে আরও আছেন মনিরা মিঠু ও আবদুল্লাহ রানা সহ অনেকেই। এই নাটকের মাধ্যমে সম্পর্কের মজাদার এবং আবেগঘন দিকগুলো তুলে ধরতে চেষ্টা করা হয়েছে।  নভেম্বরই নাটকটি ইউটিউবে প্রকাশ করা হবে। 
Read Entire Article