উটের দুধের সাবান কি ত্বকের জন্য উপকারী

12 hours ago 5

ত্বকের যত্নে অনেকেই বিভিন্ন পণ্য ব্যবহার করেন। সম্প্রতি উটের দুধের সাবান সৌন্দর্যপ্রেমীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। প্রশ্ন হলো, এটি কি সত্যিই ত্বক উজ্জ্বল করে, নাকি কোনো ক্ষতি করতে পারে?

উটের দুধের সাবানে থাকা প্রাকৃতিক উপাদানগুলো ত্বকের জন্য বেশ কার্যকর। আধুনিক স্কিনকেয়ারে এটি এক ধরনের ‘সুপার-ইনগ্রেডিয়েন্ট’ অর্থাৎ প্রাকৃতিক উৎস থেকে আসে এবং ত্বককে পুষ্টি সরবরাহ করে, ফলে ত্বক থাকে সুস্থ ও সতেজ। তবে এটি এখনো অনেকের কাছে অজানা।

চলুন জেনে নেওয়া যাক উটের দুধের সাবান ব্যবহার করলে ত্বকের কী কী উপকার হয়ে থাকে -

১. ত্বককে গভীর আর্দ্র করে

উটের দুধে প্রচুর পরিমাণে ল্যানোলিন এবং স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড থাকে। এই উপাদানগুলো ত্বকের গভীরে প্রবেশ করে আর্দ্রতা ধরে রাখে। ফলে ত্বক দীর্ঘ সময় নরম ও কোমল থাকে। বিশেষ করে শুষ্ক ত্বকের জন্য উটের দুধের সাবান খুবই উপযোগী।

উটের দুধের সাবান কি ত্বকের জন্য উপকারী

২. বার্ধক্যকে প্রতিরোধ করে

উটের দুধে আলফা হাইড্রক্সি অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিড থাকে, যা মৃদু এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। এটি ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে এবং নতুন কোষের উৎপাদন বাড়ায়। ফলে ত্বক সতেজ থাকে এবং বার্ধক্যের ছাপ বা বলিরেখা কমাতে সাহায্য করে।

৩. সংবেদনশীল ত্বকের বন্ধু

উটের দুধের সাবানের পিএইচ মাত্রা মানুষের ত্বকের পিএইচ স্তরের খুব কাছাকাছি থাকে। তাই এটি ত্বককে শুষ্ক করে না এবং প্রাকৃতিক তেল নষ্ট করে না। সাবানটি একজিমা, সোরিয়াসিস বা খুব সংবেদনশীল ত্বকের জন্য বিশেষভাবে তৈরি, ফরে ত্বকে জ্বালা সৃষ্টি করে না। তাই সহজে ব্যবহার করা যায়।

৪. ত্বককে টানটান রাখে

উটের দুধে থাকা ভিটামিন সি, ডি, ই এবং কোলেস্টেরল যা ত্বকের কোষ পুনর্নির্মাণে সাহায্য করে। এতে থাকা ক্যালসিয়াম ও জিঙ্ক ত্বককে উজ্জ্বল করে এবং কোলাজেন উৎপাদনে সাহায্য করে, ফলে ত্বক টানটান ও সুস্থ থাকে।

উটের দুধের সাবান কি ত্বকের জন্য উপকারী

৫. প্রদাহ কমায়

উটের দুধে থাকা ইমিউনোগ্লোবুলিন এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য ত্বকের লালচে ভাব, জ্বালা ও ফোলা কমাতে সাহায্য করে। ব্রণ বা ত্বকের অন্যান্য প্রদাহজনিত সমস্যার জন্য এটি কার্যকর। এছাড়া এতে প্রাকৃতিকভাবে উপস্থিত অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদানগুলি ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করে।

৭. ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি

উটের দুধে থাকা লাইসিসিন ও প্রোটিন ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলে ত্বকের রঙ হয় উজ্জ্বল ও প্রাণবন্ত।

৮. রুক্ষতা দূর করে

উটের দুধের সাবানটি ত্বকের প্রাকৃতিক তেল বজায় রেখে গভীরভাবে পরিষ্কার করে, ফলে গোসেলের পর ত্বকে টানটান বা রুক্ষ অনুভূতি আসে না।

উটের দুধের সাবান কি ত্বকের জন্য উপকারী

৯. প্রাকৃতিক উপায় তৈরি

বেশিরভাগ মানসম্মত উটের দুধের সাবান প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয়। এতে সালফেট, প্যারাবেন বা অন্যান্য ক্ষতিকর রাসায়নিক কম ব্যবহৃত হয়, ফলে ত্বককে বিভিন্ন ধরনের ক্ষতি থেকে রক্ষা করে।

যেভাবে ব্যবহার করবেন

সকালে, মুখ ধোয়ার আগে হালকা গরম পানি ছিটিয়ে উটের দুধের সাবান দিয়ে ১-২ মিনিট হালকা ম্যাসাজ করে মুখ ধুয়ে নিন। রাতে, সাবান দিয়ে মুখ ধুয়ে নাইট ক্রিম বা অ্যালোভেরা জেল ব্যবহার করুন।

সূত্র: হেলথলাইন, মেডিকেল নিউজ টুডে, ক্যামেল সোপ ফ্যাক্টরি (দুবাই)

আরও পড়ুন
সাবান দিয়ে মুখ পরিষ্কার করলে কী হয় জানেন?
ত্বকের উজ্জ্বলতায় ডিমের জাদুকরী ভূমিকা

এসএকেওয়াই/এমএস

Read Entire Article