উড্ডয়নের আগে বিমানে বন্দুক হামলা
যাত্রাপথে সবচেয়ে নিরাপদ আর দ্রুততার জন্য যাত্রীদের অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো বিমান। তবে এ বিমানে একের পর এক বোমা আতংকের খবর সামনে আসছে। তবে এবার বিমানে বোমা আতংক নয়, বন্দুক হামলা হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক বিবৃবিতে সাউথইস্ট এয়ারলাইন্স জানিয়েছে, ডালাসের লাভ ফিল্ড বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রস্তুতিকালে বিমানে বন্দুক হামলা হয়েছে। শুক্রবার রাতে এ হামলা হয়। পরে বিমানটি গেটের দিকে ফিরে যায়।
বিমান সংস্থার মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানান, সাউথইস্ট এয়ারলাইন্সের ২৪৯৪ ফ্লাইটটি উড্ডয়নের প্রস্তুতিকালে এটির ডান পাশে বুলেট ছোড়া জয়। এ সময় ক্রুরা উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিলেন।
তিনি বলেন, বন্দুক হামলা হলেও এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি আইনপ্রয়োগকারী সংস্থাকে জানানো হয়েছে। এ ছাড়া বিমানটিকে সার্ভিস থেকে সরিয়ে ফেলা হয়েছে।
ডালাস লাভ ফিল্ড বিমানবন্দর কর্তৃপক্ষ রয়টার্সকে জানান, স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক ডালাস পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে এসেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার পর বিমান থেকে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। তবে বিবৃতিতে এয়ারলাইন্সের নাম প্রকাশ করা হয়নি।
ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষ (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, সাউথইস্ট বিমানের এ বিমানটি ছিল বোয়িং ৭৩৭-৮০০ সিরিজের। হামলায় বিমানের ককপিটের নিচের দিকে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
এর আগে ভারতে একটি বিমানে বোমা আতংক ছড়িয়ে পড়ে। পরে বিমানটি জরুরি অবতরণ করে। সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ভারতীয় বিমানসংস্থা ইন্ডিগোর একটি ফ্লাইটে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভারতের মহারাষ্ট্রের নাগপুর থেকে পশ্চিমবঙ্গের কলকাতায় যাত্রাকালে এ আতংক ছড়িয়ে পড়ে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আতংক ছড়িয়ে পড়ায় বিমানটি ছত্তীশগড়ের রায়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। এ সময় বিমানে ক্রুসহ মোট ১৯৩ আরোহী ছিলেন। জরুরি অবতরণের পর বিমানে তল্লাশি চালানো হচ্ছে।
পুলিশ জানিয়েছে, কলকাতাগামী ইন্ডিগোর একটি ফ্লাইটে বৃহস্পতিবার সকালে এ আতংক ছড়িয়ে পড়ে। পরে বিমানটি রায়পুরে জরুরি অবতরণ করে।
রায়পুরের সিনিয়র পুলিশ সুপার সন্তোষ সিং বলেন, বিমানে বোমা আতংকের পর এটিকে কর্তৃপক্ষ রায়পুর বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেয়। পরে সকাল ৯টার দিকে বিমানটি ছত্তীশগড়ের রাজধানী রায়পুরের বিমানবন্দরে জরুরি অবতরণ করে।