উড্ডয়নের পরই ইঞ্জিনে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ২৯০ যাত্রী

উড্ডয়নের পরই একটি বিমানের ইঞ্জিনে আগুন লেগেছে। এ ঘটনায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বিমানে থাকে ২৮০ যাত্রী ও ক্রু সদস্যরা। বিমানটি এ সময়ে জরুরি অবতরণ করেছে।  রোববার (১৪ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, টোকিওগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের সময় ইঞ্জিন বিকল হয়েছে। এ সময় বিমানটি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত ডালেস আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটেচেজ। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এ তথ্য জানিয়েছে। ইউনাইটেড এয়ারলাইন্সের এক মুখপাত্র জানান, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই একটি ইঞ্জিনে শক্তি হারালে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। এ ঘটনায় বিমানে থাকা ২৭৫ জন যাত্রী ও ১৫ জন ক্রু সদস্যের কেউ আহত হননি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, ডালেস বিমানবন্দরের রানওয়ের কাছ থেকে ধোঁয়া উঠছে। ওয়াশিংটন ডিসি থেকে প্রায় ২৫ মাইল দূরে অবস্থিত ডালেসই যুক্তরাষ্ট্রের রাজধানীর নিকটতম আন্তর্জাতিক বিমানবন্দর। এফ

উড্ডয়নের পরই ইঞ্জিনে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ২৯০ যাত্রী
উড্ডয়নের পরই একটি বিমানের ইঞ্জিনে আগুন লেগেছে। এ ঘটনায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বিমানে থাকে ২৮০ যাত্রী ও ক্রু সদস্যরা। বিমানটি এ সময়ে জরুরি অবতরণ করেছে।  রোববার (১৪ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, টোকিওগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের সময় ইঞ্জিন বিকল হয়েছে। এ সময় বিমানটি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত ডালেস আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটেচেজ। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এ তথ্য জানিয়েছে। ইউনাইটেড এয়ারলাইন্সের এক মুখপাত্র জানান, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই একটি ইঞ্জিনে শক্তি হারালে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। এ ঘটনায় বিমানে থাকা ২৭৫ জন যাত্রী ও ১৫ জন ক্রু সদস্যের কেউ আহত হননি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, ডালেস বিমানবন্দরের রানওয়ের কাছ থেকে ধোঁয়া উঠছে। ওয়াশিংটন ডিসি থেকে প্রায় ২৫ মাইল দূরে অবস্থিত ডালেসই যুক্তরাষ্ট্রের রাজধানীর নিকটতম আন্তর্জাতিক বিমানবন্দর। এফএএ জানিয়েছে, ইউনাইটেড ফ্লাইট ৮০৩–এর ঘটনাটি তদন্ত করা হবে। বোয়িং ৭৭৭-২০০ মডেলের এই বিমানের ইঞ্জিনের একটি অংশ (ইঞ্জিন কভার) খুলে পড়ে আগুন ধরে যায়, যার ফলে বিমানবন্দরের ভেতরে ঝোপঝাড়ে আগুন লাগে বলে জানান যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি। তবে মেট্রোপলিটন ওয়াশিংটন এয়ারপোর্টস অথরিটি জানিয়েছে, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। ইউনাইটেড এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, একই দিনে পরে অন্য একটি বিমানে যাত্রীদের নিয়ে ফ্লাইটটি পুনরায় পরিচালনা করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow