উত্তরপ্রদেশে হাসপাতালে আগুন লেগে অন্তত ১০ শিশুর মৃত্যু
ভারতের উত্তরপ্রদেশের ঝাঁসিতে হাসপাতালে আগুন লেগে অন্তত ১০ শিশুর মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে কমপক্ষে ৩৭ শিশুকে। শুক্রবার রাতে ঝাঁসি মহারানি লক্ষ্মীবাঈ মেডিকেল কলেজ ও হাসপাতালে আগুন লাগে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই হাসপাতালের শিশু বিভাগে আগুন লেগেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। প্রশাসনিক সূত্রে ভারতের আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ ঝাঁসি মেডিকেল কলেজের এনআইসিইউতে আগুন লাগে। এ ঘটনায় ১০ জন শিশুর মৃত্যু হয়েছে