উত্তরা ইউনিভার্সিটিতে এডুকেশন এন্ড এডমিশন ফেয়ার শুরু

উত্তরা ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে স্প্রিং ২০২৬ সেশনের ছাত্র ছাত্রীদের জন্য এডুকশেন এন্ড এডমিশন ফেয়ার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই ফেয়ারের উদ্দেশ্য সম্ভাব্য শিক্ষার্থীদের ক্যাম্পাসের সত্যিকারের পরিবেশ সম্পর্কে ধারনা দেয়া, বিভিন্ন অনুষদের শিক্ষক এবং অন্যান্য আনুষাঙ্গিক বিষয়ে সার্বিক ধারনা দেয়া। এছাড়াও মেলা উপলক্ষে রয়েছে বিশেষ ছাড় ও উপহার। তাই সব মিলিয়ে প্রথম দিনেই দারুন সাড়া দেখা গেছে মেলায়, তৈরি হয়েছে এক প্রাণবন্ত এবং পরিবেশ। সোমবার (১ ডিসেম্বর) উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা ফিতা কেটে মেলার সূচনা করেন। ১৫ দিনব্যাপী এই আয়োজন চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। উপাচার্য বলেন, ‘এডুকেশন এন্ড এডমিশন ফেয়ার আমাদের ইউনিভার্সিটির দীর্ঘদিনের ঐতিহ্যের ধারাবাহিকতার ফসল। আমরা এই আয়োজনের মধ্যে দিয়ে আমাদের সম্ভাব্য শিক্ষার্থীদের তাদের ভবিষ্যৎ তৈরি করার পথ বেছে নিতে সাহায্য করি। তাদের কৌতুহল, তাদের প্রশ্ন, এবং সত্যিকার অর্থে আমরা কেমন প্রতিষ্ঠান এসব যাচাই করে নেয়ার সবচেয়ে ভালো সুযোগ এটা। আমরা ছাত্র ছাত্রী, তাদের অভিভাবকসহ সবাইকে আমন্ত্রণ জানাই এই সুযোগটি গ্র

উত্তরা ইউনিভার্সিটিতে এডুকেশন এন্ড এডমিশন ফেয়ার শুরু

উত্তরা ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে স্প্রিং ২০২৬ সেশনের ছাত্র ছাত্রীদের জন্য এডুকশেন এন্ড এডমিশন ফেয়ার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই ফেয়ারের উদ্দেশ্য সম্ভাব্য শিক্ষার্থীদের ক্যাম্পাসের সত্যিকারের পরিবেশ সম্পর্কে ধারনা দেয়া, বিভিন্ন অনুষদের শিক্ষক এবং অন্যান্য আনুষাঙ্গিক বিষয়ে সার্বিক ধারনা দেয়া। এছাড়াও মেলা উপলক্ষে রয়েছে বিশেষ ছাড় ও উপহার। তাই সব মিলিয়ে প্রথম দিনেই দারুন সাড়া দেখা গেছে মেলায়, তৈরি হয়েছে এক প্রাণবন্ত এবং পরিবেশ।

সোমবার (১ ডিসেম্বর) উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা ফিতা কেটে মেলার সূচনা করেন। ১৫ দিনব্যাপী এই আয়োজন চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

উপাচার্য বলেন, ‘এডুকেশন এন্ড এডমিশন ফেয়ার আমাদের ইউনিভার্সিটির দীর্ঘদিনের ঐতিহ্যের ধারাবাহিকতার ফসল। আমরা এই আয়োজনের মধ্যে দিয়ে আমাদের সম্ভাব্য শিক্ষার্থীদের তাদের ভবিষ্যৎ তৈরি করার পথ বেছে নিতে সাহায্য করি। তাদের কৌতুহল, তাদের প্রশ্ন, এবং সত্যিকার অর্থে আমরা কেমন প্রতিষ্ঠান এসব যাচাই করে নেয়ার সবচেয়ে ভালো সুযোগ এটা। আমরা ছাত্র ছাত্রী, তাদের অভিভাবকসহ সবাইকে আমন্ত্রণ জানাই এই সুযোগটি গ্রহণ করার জন্য, উত্তরা ইউনিভার্সিটির ক্যাম্পাস, পরিবেশ, সংস্কৃতি এবং ঐতিহ্যকে সামনা সামনি পরখ করার জন্য। আমি আন্তরিকভাবে সবাইকে এই বছরের এডুকেশন এন্ড এডমিশন ফেয়ারে স্বাগত জানাই। আপনাদের জন্য আমরা যে প্রস্তুতি নিয়েছি, আমরা চাই আপনারা সেটা দারুণভাবে উপভোগ করুন।’

বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত এডুকেশন এন্ড এডমিশেন ফেয়ারে রয়েছে প্রত্যেক বিভাগের আলাদা আলাদা স্টল, যেখানে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং সম্ভাব্য শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলবেন, তাদের প্রশ্নের উত্তর দেবেন। দর্শনার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম, একাডেমিক সুবিধা, গবেষণা সুযোগ, সহশিক্ষা কার্যক্রম, ক্যাম্পাস সংস্কৃতি এবং উত্তরা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা পরিবেশ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow