অন্তর্বর্তী সরকারে উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগে তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন রংপুরের ছাত্র-জনতা। দাবি মানা না হলে উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
রোববার (১৭ নভেম্বর) রাতে রংপুর নগরীর সুমি কমিউনিটি সেন্টারে ছাত্র-জনতার ব্যানারে জরুরি সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাতীয় নাগরিক কমিটির রংপুর জেলা সমন্বয়কারী আলমগীর নয়ন বলেন, ১৬ জুলাই আবু সাঈদের আত্মত্যাগের পর দেশে যে বিপ্লব ঘটে, তাতে সরকার পতনের পর ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদ শপথ নিলেও উত্তরবঙ্গ থেকে একজনও উপদেষ্টা নিয়োগ হয়নি। পরবর্তীতে আরও দুই দফায় উপদেষ্টা নিয়োগ হলেও রংপুরসহ উত্তরবঙ্গের কেউ স্থান পাননি। এ নিয়ে উত্তরের ছাত্র-জনতার মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, তিন দিনের মধ্যে দাবি মানা না হলে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট, ঠাকুরগাঁও গোল চত্বর, নীলফামারী, দিনাজপুর দশ মাইল, রংপুর মডার্ন মোড়, রেলওয়ে স্টেশন, লালমনিরহাটের মিশন মোড়, কুড়িগ্রাম তিস্তা ও গাইবান্ধায় ঢাকা-রংপুর মহাসড়ক ব্লকেড কর্মসূচি পালন করে ঢাকা থেকে উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করা হবে।
লিখিত বক্তব্যে আরও জানানো হয়, উপদেষ্টা পরিষদে রংপুর অঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে ১১, ১২ ও ১৩ নভেম্বর বিক্ষোভ, মানববন্ধন, মহাসড়ক অবরোধসহ টানা কর্মসূচি পালন করেন তারা। সম্প্রতি দুজন উপদেষ্টা রংপুরে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অনুষ্ঠানে এসে রংপুর থেকে উপদেষ্টা নিয়োগের কোনো আলোচনায় হয়নি বলে জানান। এটি জানার পর থেকে রংপুরের মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। তাই দ্রুত উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ করে রংপুরসহ উত্তরবঙ্গের ছাত্র-জনতার ক্ষোভ প্রশমন করতে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
এ সময় এ অঞ্চল থেকে একাধিক উপদেষ্টা নিয়োগের চারটি কারণ উল্লেখ করেন তারা। কারণগুলো হলো- ফ্যাসিস্ট সরকারের আমলে বিগত ১৫ বছর রংপুর বিভাগ বৈষম্যের শিকার হয়েছে। এ সময় দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। রংপুরের গুণগত উন্নয়নে উপদেষ্টা পরিষদে এ অঞ্চলের প্রতিনিধি জরুরি।
এ ছাড়া রংপুরকে এগিয়ে নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণা বাস্তবায়ন ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে রংপুর অঞ্চল থেকে একাধিক উপদেষ্টা নিয়োগের দাবি জানানো হয়।
জিতু কবীর/এফএ/এএসএম