দেশের উত্তর-পূর্বাঞ্চলে বুধবারও বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তরাঞ্চলে কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা। এতে তাপপ্রবাহের আওতা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
গত দু-দিন ধরে সিলেট অঞ্চলে বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত সিলেটে ৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বুধবার সকালের দিকে ঢাকার আকাশ মেঘে ঢাকা ছিল। বেলা বাড়তেই মেঘ কেটে দেখা মিলেছে সূর্যের।
পুরো রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। গতকাল ঢাকার তাপমাত্রা বেশ অনেকটাই কমে গিয়েছিল। ৩৬ ডিগ্রি থেকে কমে হয়েছে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, রাজশাহী বিভাগসহ দিনাজপুর, সৈয়দপুর এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ সময়ে দেশের উত্তরাঞ্চলে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টি শুরু হতে পারে। পরের দিন শনিবার বৃষ্টি ৫ বিভাগে বিস্তৃত হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আরএমএম/জেএইচ/এএসএম