রাজধানীর উত্তরাতে দুজনকে কোপানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উত্তরা-৭ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।
উত্তরা পশ্চিম থানা পুলিশ জানিয়েছে, গাড়ির সঙ্গে মোটরসাইকেল লাগায় কথা কাটাকাটি, এক পর্যায়ে গাড়ির ড্রাইভার আর তার সঙ্গে থাকা অজ্ঞাত ব্যক্তি গাড়ি থেকে রামদা বের করে মোটরসাইকেল আরোহীকে কোপ দেয়। এসময় জনগণ অজ্ঞাত ওই দুজনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
পুলিশ আরও জানায়, আহত দুই ভোক্তভোগী রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাৎক্ষণিক কারো নাম পরিচয় জানা সম্ভব হয়নি। পরে ব্রিফিং করে জানানো হবে।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলের কাছাকাছি আমাদের টহল টিম ছিল। দুজনকে রক্তাক্ত অবস্থায় টহল পুলিশ আটক করেছে। বাকিদের গ্রেপ্তারে আমাদের টিম কাজ করছে।
বিস্তারিত আসছে...