উত্তরাধিকার সূত্রে ধানের শীষের প্রার্থী যারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে ২৩৭ জনের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির এ তালিকায় উত্তরাধিকার সূত্রেও অনেকে স্থান পেয়েছেন। এতে স্থান পাওয়া দ্বিতীয় প্রজন্মের বেশ কিছু প্রার্থীর মধ্যে কেউ কেউ আগেও জাতীয় নির্বাচনে প্রার্থী ছিলেন। দুয়েকজন সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পঞ্চগড়-১ আসনে সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকারের জায়গায় ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন তার ছেলে মোহাম্মদ নওশাদ জমির। তিনি বর্তমানে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক।
নাটোর-১ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক যুব ও ক্রীড়া এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুল। তিনি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং একজন আইনজীবী।
কুষ্টিয়া-২ আসনে সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ চৌধুরীর ছেলে রাগীব রউফ চৌধুরী প্রার্থী হয়েছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং দুর্নীতি দমন কমিশনের প্যানেল আইনজীবী হিসেবে কাজ করেন।
যশোর-৩ আসনে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত আবারও ধানের শীষের প্রার্থী হয়েছেন। ২০১৮ সালের নির্বাচনে তিনিও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
ঢাকা-৪ আসনে প্রার্থী হচ্ছেন সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমেদ রবিন। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব। অন্যদিকে ঢাকা-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন। ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে পরাজিত হওয়ার পর তিনি বেশ আলোচনায় আসেন।
ফরিদপুর-২ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক মহাসচিব ও মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়েদ। তিনি বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ২০১৮ সালেও একই আসনে প্রার্থী ছিলেন। ফরিদপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক ত্রাণমন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে চৌধুরী নায়াব ইউসুফ। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের প্রতিনিধি।
মৌলভীবাজার-৩ আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসের রহমান। তিনি জেলা বিএনপির সভাপতি এবং ২০০১ সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
চট্টগ্রাম-৫ আসনে প্রার্থী হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। চট্টগ্রাম-৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। চট্টগ্রাম-১৪ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
গাজীপুর-৪ আসনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহ’র ছেলে শাহ রিয়াজুল হান্নান রিয়াজ। মানিকগঞ্জ-২ আসনে প্রার্থী হয়েছেন সাবেক শিল্পমন্ত্রী শামসুল ইসলাম খানের ছেলে মঈনুল ইসলাম খান, যিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য।
ময়মনসিংহ-৯ আসনে সাবেক সংসদ সদস্য আনওয়ারুল হোসেন খান চৌধুরীর ছেলে ইয়াসের খান চৌধুরী প্রার্থী হয়েছেন। শেরপুর জেলার তিনটি আসনেই বিএনপি দ্বিতীয় প্রজন্মের নেতাদের মনোনয়ন দিয়েছে।
এরমধ্যে শেরপুর-১ আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চিকিৎসক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা মনোনয়ন পেয়েছেন। তিনি সাবেক সাধারণ সম্পাদক হযরত আলীর মেয়ে। শেরপুর-২ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরীর ছেলে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। শেরপুর-৩ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি সিরাজুল হকের ছেলে মাহমুদুল হক রুবেল।
ঝিনাইদহ-৩ আসনে প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম মাস্টারের ছেলে মেহেদী হাসান। গাজীপুর-২ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক মেয়র আব্দুল মান্নানের ছেলে এম মঞ্জুরুল করিম রনি। এছাড়া পিরোজপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন সাবেক এমপি নুরুল ইসলাম মঞ্জুরের ছেলে আহমেদ সোহেল মঞ্জু সুমন।

5 hours ago
9









English (US) ·