উত্তরায় ভয়াবহ আগুন: মৃত্যু বেড়ে ৬
রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। আগুনে দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে আরও বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি সাততলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রথমে ফায়ার সার্ভিস তিনজনের মৃত্যুর খবর দিলেও পরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী। নিহতদের মধ্যে দুজন নারী, একজন পুরুষ ও একজন শিশু রয়েছে। নিহতরা ৩ জন হলেন— কাজী ফজলে রাব্বি (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) ও তাদের ছোট ছেলে কাজী ফাইয়াজ রিশান (২)। বাকি নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন লাগার পর ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া অন্তত ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তিনি বলেন, ঘরের ভেতরে বিপুল পরিমাণ আসবাবপত্র থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং এতে হতাহতের সংখ্যা বেড়ে
রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। আগুনে দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে আরও বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি সাততলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
প্রথমে ফায়ার সার্ভিস তিনজনের মৃত্যুর খবর দিলেও পরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী।
নিহতদের মধ্যে দুজন নারী, একজন পুরুষ ও একজন শিশু রয়েছে। নিহতরা ৩ জন হলেন— কাজী ফজলে রাব্বি (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) ও তাদের ছোট ছেলে কাজী ফাইয়াজ রিশান (২)। বাকি নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন লাগার পর ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া অন্তত ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তিনি বলেন, ঘরের ভেতরে বিপুল পরিমাণ আসবাবপত্র থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং এতে হতাহতের সংখ্যা বেড়ে যায়।
ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩-এর উপসহকারী পরিচালক মো. আব্দুল মান্নান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলাতেও ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে এবং সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপন করা হয়।
আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
What's Your Reaction?