উত্তরার ৯২ শহীদের তালিকা প্রকাশ

1 month ago 15
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর উত্তরায় ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৯২ জন শহীদের তালিকা প্রকাশ করেছে ‘জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন। শনিবার (০৭ ডিসেম্বর) দুপুরে উত্তরার ৩ নম্বর সেক্টরে ফ্রেন্ডস ক্লাব মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শহীদদের তালিকা প্রকাশ করেন সংগঠনটির মুখপাত্র ফান্তাসির মাহমুদ। সংগঠনটির পক্ষ থেকে তিনি বলেন, আজ আমরা রাজধানী ঢাকার শুধু উত্তরার রাজপথে শহীদ হওয়া শহীদদের তালিকা প্রকাশ করছি। আমারা ৯২ জন বীর শহীদের তালিকাভুক্ত করেছি। তবে আমাদের ধারণা শহীদের এই সংখ্যা আরও বাড়তে পারে। তিনি বলেন, উত্তরায় শহীদ ৯২ জনের মধ্যে ২৫ জন শিক্ষার্থী, ১৯ জন চাকরিজীবী, ১০ জন ব্যবসায়ী, ৫ জন গাড়ি বা রিকশাচালক, ২ জন মসজিদের ইমাম, একজন ডাক্তার, ১১ জন অজ্ঞাত এবং অন্যান্য ১৯ জন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শহীদদের মধ্যে ১৮ জুলাই ২০ জন, ১৯ জুলাই ২২ জন,  ৪ আগস্ট ৭ জন, ৫ আগস্ট ৪২ জন এবং ৭ আগস্ট ১ জন শহীদ হন। শহীদদের মধ্যে ২৬ জন ২১-৩০ বছর বয়সী, ১৮ জনের বয়স ৩১-৪০ বছর, ১০-২০ বছরের মধ্যে রয়েছেন ১৭ জন, ৪১-৫০ বছর বয়সী ১১ জন, ৫১-৬০ বছরের মধ্যে রয়েছেন ২ জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ও ১০ বছরের নিচে শহীদ রয়েছেন একজন করে। ফান্তাসির বলেন, সরকারি কোনো সহযোগিতা না পেয়ে নিজেদের উদ্যোগে এই তালিকা প্রকাশ করছি। জুলাই বিপ্লবে স্মৃতি বাঁচিয়ে রাখতে ওয়েবসাইট নির্মাণের কাজ করা হচ্ছে, যেখানে সারা দেশের একাধারে শহীদ ও আহতদের তালিকা দেওয়া থাকবে এবং তাদের নিয়ে প্রামাণ্যচিত্র তুলে ধরা হবে। এ সময় উত্তরায় শহীদ পরিবারের সদস্যরা জানান, এত প্রাণের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশকে যদি সুন্দরভাবে গড়ে তোলা না যায় তবে তা জাতির ব্যর্থতা হবে। শহীদ মেধাবী শিক্ষার্থীদের এই বিসর্জনকে জাতির কাছে চিরকাল স্মরণীয় করে রাখতে সরকারকে উদ্যোগ নিতে হবে।
Read Entire Article