উদ্ধার হওয়া ৪ অস্ত্র আসল নয়, খেলনা পিস্তল

3 weeks ago 17

দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালি ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করা তিন ডাকাত যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। এ সময় তাদের কাছ থেকে যে চারটি অস্ত্র উদ্ধার করা হয়েছে সেগুলো আসল নয়, খেলনা পিস্তল বলে দাবি করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সোহরাব আল হাসান জানান, ডাকাতদের কাছ থেকে চারটি খেলনা পিস্তল ও দুটি চাকু উদ্ধার হয়েছে। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাত ৮টার পর এ ঘটনায় সিনিয়র কর্মকর্তারা ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন।

র‍্যাব-১০ এর অধিনায়ক খালেদুল হক হাওলাদার জানান, আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। ভেতরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অর্থ লোপাটের ঘটনাও ঘটেনি।

আটক হওয়া তিন সদস্যই কি ব্যাংকে হানা দিয়েছিল? জানতে চাইলে তিনি জানান, ব্যাংকের ভেতরে তিনজন ছিলেন। বাইরে ওদের লোক ছিল। আটক হওয়া তিনজনের বয়স ২১ থেকে ৩০ এর মধ্যে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যাংকে জিম্মি থাকা সবাই মুক্ত। তবে তারা এখনো ব্যাংকে অবস্থান করছেন। তাদের ডাকাতির বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। কিছুক্ষণ পর তারা বের হবেন। তারা সবাই নিরাপদে আছেন।

সরেজমিনে দেখা যায়, ব্যাংকের ভবনটি চারতলা। দ্বিতীয় তলায় রূপালী ব্যাংকের শাখা, তৃতীয় ও চতুর্থ তলায় আবাসিক ভবন এবং নিচতলায় রয়েছে দোকান।

সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে ব্যাংকের আশপাশে ঘিরে রয়েছে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সদস্যরা। উৎসুক জনতার ভিড়ও দেখা গেছে।

টিটি/এমএএইচ/এএসএম

Read Entire Article