উদ্বোধন হলো বিআরটি প্রকল্পের বাস, যানজট থেকে মুক্তির আশা

1 month ago 17

গাজীপুরে চালু হলো বহুল প্রতীক্ষিত বিআরটি প্রকল্পের বিআরটিসি বাস সার্ভিস। রোববার (১৫ ডিসেম্বর‌) সকালে প্রকল্প উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 

যাত্রীরা বলছেন, দীর্ঘদিন প্রকল্পটি নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি থাকলেও অবশেষে এ সার্ভিস চালুর মাধ্যমে অফিসগামী মানুষসহ গাজীপুরবাসী কিছুটা উপকৃত হবে। দীর্ঘ এক দশক ধরে বিআরটি প্রকল্পের কাজ চলছে। এই প্রকল্পের কারণে বেড়েছে মানুষের দুর্ভোগ। কিন্তু তারপরও এসি বাস সার্ভিস চালু হওয়ায় খুশি তারা। সার্ভিস ভালো হলে যানজট নিরসনে এটি উপকারে আসবে।

জানা গেছে, বিআরটি প্রকল্পটির আওতায় এয়ারপোর্ট থেকে শিববাড়ি পর্যন্ত বিদ্যমান ২০ দশমিক ৫ কিলোমিটার সড়কে বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ১০টি বাস এই রুটে চলাচল করছে। সকালে শিববাড়ি মোড়ে বিআরটি স্টেশনে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বাস সার্ভিস উদ্বোধন করেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মুহাম্মদ ফাওজুল কবির বলেন, গাজীপুরবাসীর যাতায়াতের সুবিধার্থে বিআরটিসি বাস ও কমিউটার ট্রেন সার্ভিস চালু করা হয়েছে। এ ছাড়া বিআরটি প্রকল্পের জন্য নির্ধারিত বাস সংগ্রহ করা হচ্ছে। জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে আশা করছি। এ সময় প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে তাগিদ দেন তিনি। বিআরটি প্রকল্প সম্পূর্ণ বাস্তবায়ন না করেই সাধারণ মানুষের গণপরিবহন সেবা সহজলভ্য করতে বিআরটিসি এসি বাস সার্ভিস উদ্বোধন করা হয়েছে ।

আয়োজকরা জানান, প্রকল্পটির আওতায় এয়ারপোর্ট থেকে চৌরাস্তা পর্যন্ত বিদ্যমান সড়ককে আট লেনে উন্নীত করা হয়েছে। করিডোর সংলগ্ন উভয়পাশে ৩৪ কিলোমিটার ফিডার রোড উন্নয়ন করা হয়েছে। প্রকল্পের আওতায় পুরো করিডোরে রাস্তার দুই পাশ মিলে ৫৫ কিলোমিটার ড্রেন নির্মাণ করা হয়েছে। এছাড়া রাস্তার দুই পাশ ৪১ কিলোমিটার ফুটপাথের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ১০ লেন বিশিষ্ট টঙ্গী ব্রিজসহ মোট ৯টি ফ্লাইওভার রয়েছে। যার মধ্যে গত ২৪ মার্চ থেকে ৮টি ফ্লাইওভার যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। 

বিআরটি ব্যবস্থা চালু হলে গাজীপুর-এয়ারপোর্ট করিডোর যানজট মুক্ত এবং নিরাপদ হবে। ফলে সমগ্র উত্তরবঙ্গসহ ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের জেলাগুলোর যাত্রী সাধারণ ঈদসহ অন্যান্য সময়ে নির্বিঘ্নে নিরাপদে যাতায়াত করতে পারবে। পূর্ণাঙ্গ বিআরটি চালু হলে যাত্রীসাধারণ বিশ্বমানের সেবা উপভোগ করবে এবং জনগণের জন্য কাঙ্ক্ষিত সুবিধা বয়ে আনবে। পূর্ণরূপে বিআরটি প্রকল্প সম্পন্ন না হওয়া পর্যন্ত এ করিডোরের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য শিববাড়ি-এয়ারপোর্ট-গুলিস্তান রুটে বিআরটিসি এসি সার্ভিস চালু করা হয়েছে। এরই মধ্যে প্রকল্পের সওজ অংশে ৯৭ দশমিক ৬৯ ভাগ, বিবিএ অংশে ৯৬ দশমিক ৫৭ ভাগ এবং এলজিইডি অংশে ১০০ ভাগ কাজসহ বর্তমানে মূল প্রকল্পের প্রায় ৯৭ দশমিক ৪৩ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

Read Entire Article