উদ্বোধনী ম্যাচে কোয়ালিটির দাপট

5 days ago 13

ঢাকার লেকপরী স্পোর্টস গ্রাউন্ডে শুরু হয়েছে সুরক্ষিত ১০০ বল অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২৪টি দলের অংশগ্রহণে জমজমাট এ আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ঢাকা বিভাগের ডিসেন্ট বয়েজ ক্রিকেট একাডেমি এবং চট্টগ্রাম বিভাগের কোয়ালিটি স্কুল অব ক্রিকেট।

কোয়ালিটি স্কুল অব ক্রিকেট প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০০ বলে ২ উইকেট হারিয়ে ২৫৭ রানের বিশাল স্কোর গড়ে। দলের হয়ে ব্যাট হাতে আলো ছড়ান সুমন মিয়া, যিনি মাত্র ৪৪ বলে ১৩টি ছক্কা ও ৩টি চারের সাহায্যে অপরাজিত ১০৮ রান করেন। এছাড়া সাদমান বিন খালেদ ২৮ বলে ৫৩ রান এবং তামিম ইকবাল খান ২২ বলে ৪৬ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে ডিসেন্ট বয়েজ ক্রিকেট একাডেমি পুরোপুরি ব্যর্থ হয়। ৮৯ বলে মাত্র ৬৪ রানে অলআউট হয়ে তারা ১৯৩ রানের বিশাল ব্যবধানে হেরে যায়। কোয়ালিটির বোলারদের মধ্যে মোহাম্মদ আফনান মাহতাব দুর্দান্ত বোলিং করে মাত্র ১৯ বলে ৪ রান দিয়ে ৫ উইকেট দখল করেন।

সেরা পারফরম্যান্সের জন্য সুমন মিয়া এবং মোহাম্মদ আফনান মাহতাব প্রশংসিত হয়েছেন। সুমনের বিধ্বংসী ইনিংস এবং আফনানের বিধ্বংসী বোলিং ডিসেন্ট বয়েজের জয়ের স্বপ্ন ভেঙে দেয়।

সুরক্ষিত ১০০ বল ক্রিকেট টুর্নামেন্টের এ রোমাঞ্চকর সূচনা যেন টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর জন্যও এক রুদ্ধশ্বাস প্রত্যাশা তৈরি করেছে। আসরটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক কালবেলা।

Read Entire Article