উদ্বোধনে যুদ্ধবিমান শো দেখানোর ব্যতিক্রমী উদ্যোগ পাকিস্তানের

1 month ago 27

ক্রিকেটারদের নিরাপত্তার নিশ্চয়তা নেই, এমন অভিযোগে দীর্ঘ ২৯ বছর পাকিস্তানে কোনো আইসিসি ইভেন্টা অনুষ্ঠিত হয়নি। অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে পাকিস্তানে ফিরেছে আইসিসি ইভেন্ট। আজ বুধবার চ্যাম্পিয়ন পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্টটির নবম আসর।

দেশের সম্মানে যেন আর কালি না লাগে, তাই অতিমাত্রায় সতর্ক পাকিস্তান নিরাপত্তারক্ষী বাহিনী। কয়েকদিন ধরেই নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে উদ্বোধনী ম্যাচের ভেন্যু করাচি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম।

এত বছর পর দেশের মাটিতে আইসিসি টুর্নামেন্ট হচ্ছে, সেজন্য জাকজমক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ভারতীয়দের অনীহার পাশাপাশি অন্য সীমাবদ্ধতার কারণে সেটি পারেনি সংস্থাটি।

তবে উদ্বোধনী ম্যাচ শুরুর আগে দারুণ একটি আয়োজন করেছে পাকিস্তান। দেশটির নিরাপত্তা বলয় কতটা শক্তিশালী, সেটিই যেন প্রমাণের উদ্যোগ। সবার মাঝে ব্যাপক কৌতূহল দেখা গেছে এ নিয়ে।

পাকিস্তান অবজারভার একটি প্রতিবেদনে জানিয়েছে, এই চমক হতে পারে পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) যুদ্ধবিমানগুলোর চোখ ধাঁধানো এয়ার শো। পিএএফ-এর জেএফ-১৭ থান্ডার ও এফ-১৬ বিমান দুর্দান্ত অ্যারোবেটিক কৌশল প্রদর্শন করে অনুষ্ঠানকে আরও জমকালো করে তুলবে।

এই আকর্ষণীয় এয়ার শো পরিচালনা করবে পিএএফ-এর বিখ্যাত ‘শেরদিল’ দল। যারা নিখুঁত সমন্বয় ও অসাধারণ দক্ষতার জন্য পরিচিত।

এমএইচ/এএসএম

Read Entire Article