উদ্বোধনের পর ধসে পড়ল সেতু

2 hours ago 5

সম্প্রতি চালু হওয়া দৃষ্টিনন্দন একটি আইকনিক সেতু এবার চোখের পলকেই হুড়মুড় করে ভেঙে পড়েছে। পাহাড়ি উপত্যকা অধ্যুষিত এলাকায় অবস্থিত এ সেতুটি দুটি গুরুত্বপূর্ণ এলাকার মাঝে সংযোগ স্থাপণ করেছিল। কিন্তু নৈসর্গিক এমন সৌন্দর্যের মাঝেই মঙ্গলবার ঘটে যায় ভয়াবহ ওই ঘটনা।

দক্ষিণপশ্চিম চীনের শান্ত এই এলাকায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। এই পথে চলাচলকারী গাড়ির দীর্ঘ জট জমে যায় সেতুর দুপাশেই। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, দৃঢ়ভাবে নদীর ওপর দাঁড়িয়ে থাকা সেতুটি হঠাৎ করেই ভেঙে টুকরো টুকরো হয়ে পাহাড়ের কোল গড়িয়ে সোজা নদীর মধ্যে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার, সিচুয়ান প্রদেশের হংছি ব্রিজে। সাম্প্রতিক সময়ে চালু হওয়া এই ৭৫৮ মিটার দীর্ঘ সেতুটি সিচুয়ান থেকে তিব্বত পর্যন্ত সংযোগ সড়কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল।

সোমবার সেতুর কাছাকাছি সড়কে ফাটল দেখা দেওয়ার পর প্রশাসন আগেভাগেই যান চলাচল বন্ধ করে দেয়। আর ঠিক পরদিনই এক ভয়াবহ ভূমিধসের ফলে সেতুর একটি বড় অংশ পুরোপুরি ধসে নদীর মধ্যে পড়ে যায়। সৌভাগ্যবশত, এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ভিডিও ফুটেজে আরও দেখা গেছে, কংক্রিটের টুকরো গড়িয়ে পড়ছে পাহাড়ের ঢালে, আর চারদিক ধুলোর কুয়াশা ঢেকে যাচ্ছে।

এই সেতুটি নির্মাণ করেছিল সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ, যার কাজ শেষ হয়েছিল এ বছরের শুরুর দিকেই। চীন গত কয়েক দশকে পাহাড়ি অঞ্চলে দ্রুত সেতু নির্মাণের ক্ষেত্রে একের পর এক রেকর্ড সৃষ্টি করেছে। কখনো কখনো তাদের এই উন্নয়ন মুগ্ধ করেছে সবাইকে। কিন্তু এমন ধ্সের রেকর্ডও কম নয়, ফলে তাদের নির্মাণের স্থায়িত্ব নিয়ে প্রশ্নও থেকে গেছে।

Read Entire Article