‘উনার সঙ্গে অনেক স্মৃতি মনে পড়ে’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিন ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী রয়্যালসের ম্যাচ মাঠে গড়ানোর আগে মাঠেই হার্ট অ্যাটাক করে মারা গেছেন ঢাকার সহকারী কোচ মাহবুব আলী জাকি। এমন ঘটনায় ক্রিকেটপাড়ায় নেমে এসেছে শোক। ম্যাচ শুরুর মাত্র ২০ মিনিট আগে জাকির অসুস্থ হয়ে যাওয়া ও মৃত্যুর ঘটনায় মাঠে চলা ম্যাচও যেন চলছে ধীরগতিতে। মাহবুব আলী জাকির এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এক ফেসবুক স্ট্যাটাসে শোক প্রকাশ করেন তিনি। সাকিব লিখেছেন, ‘আমি কোচ মাহবুব আলী জাকির মৃত্যু সংবাদে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। পেশাদার ক্রিকেটার হিসেবে আমার ক্যারিয়ারের শুরুর দিক থেকেই আমি উনাকে চিনি এবং উনার সঙ্গে কাটানো অনেক স্মৃতি আজও মনে পড়ে। ক্রিকেট মাঠে নিজের প্রিয় কাজটা করতে করতেই তার শেষ সময় কেটেছে। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’ ২০২০ বিশ্বকাপজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচিং প্যানেলের সদস্য ছিলেন জাকি। সন্ধ্যায় সিলেট আউটার স্টেডিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে তার জানাজা। আইএন

‘উনার সঙ্গে অনেক স্মৃতি মনে পড়ে’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিন ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী রয়্যালসের ম্যাচ মাঠে গড়ানোর আগে মাঠেই হার্ট অ্যাটাক করে মারা গেছেন ঢাকার সহকারী কোচ মাহবুব আলী জাকি।

এমন ঘটনায় ক্রিকেটপাড়ায় নেমে এসেছে শোক। ম্যাচ শুরুর মাত্র ২০ মিনিট আগে জাকির অসুস্থ হয়ে যাওয়া ও মৃত্যুর ঘটনায় মাঠে চলা ম্যাচও যেন চলছে ধীরগতিতে।

মাহবুব আলী জাকির এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এক ফেসবুক স্ট্যাটাসে শোক প্রকাশ করেন তিনি।

সাকিব লিখেছেন, ‘আমি কোচ মাহবুব আলী জাকির মৃত্যু সংবাদে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। পেশাদার ক্রিকেটার হিসেবে আমার ক্যারিয়ারের শুরুর দিক থেকেই আমি উনাকে চিনি এবং উনার সঙ্গে কাটানো অনেক স্মৃতি আজও মনে পড়ে। ক্রিকেট মাঠে নিজের প্রিয় কাজটা করতে করতেই তার শেষ সময় কেটেছে। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’

২০২০ বিশ্বকাপজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচিং প্যানেলের সদস্য ছিলেন জাকি। সন্ধ্যায় সিলেট আউটার স্টেডিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে তার জানাজা।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow