উন্নয়ন তহবিল আত্মসাৎ: কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড
কক্সবাজার পৌরসভার উন্নয়ন তহবিলের টাকা আত্মসাতের দায়ে সাবেক মেয়র নুরুল আবছারকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন। মামলার নথি থেকে জানা যায়, ১৯৮৪ সালে রাষ্ট্রপতির অনুদান হিসেবে কক্সবাজার পৌরসভার উন্নয়নের জন্য ১৫ লাখ ৭৫২০ টাকা বরাদ্দ দেওয়া হয়। এরমধ্যে ১০ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা করেন সে সময়ের জেলা দুর্নীতি দমন কর্মকর্তা। ওই মামলায় ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার (৭ জানুয়ারি) রায়ে নুরুল আবছারকে এক বছরের সাজা, ১০ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। আরেক মামলায় কক্সবাজার পৌরসভার মেয়র থাকাকালে উন্নয়ন কাজের ৯০টি চেকের মাধ্যমে ৩৩ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এ মামলায় নুরুল আবছারকে এক বছরের সাজা, ৩৩ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) এবং দণ্ডবিধির ৪০৯ ধারায় আরেক মামলায় ১৩ লাখ ২৭ হাজার টাকা আত্
কক্সবাজার পৌরসভার উন্নয়ন তহবিলের টাকা আত্মসাতের দায়ে সাবেক মেয়র নুরুল আবছারকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন।
মামলার নথি থেকে জানা যায়, ১৯৮৪ সালে রাষ্ট্রপতির অনুদান হিসেবে কক্সবাজার পৌরসভার উন্নয়নের জন্য ১৫ লাখ ৭৫২০ টাকা বরাদ্দ দেওয়া হয়। এরমধ্যে ১০ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা করেন সে সময়ের জেলা দুর্নীতি দমন কর্মকর্তা। ওই মামলায় ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার (৭ জানুয়ারি) রায়ে নুরুল আবছারকে এক বছরের সাজা, ১০ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আরেক মামলায় কক্সবাজার পৌরসভার মেয়র থাকাকালে উন্নয়ন কাজের ৯০টি চেকের মাধ্যমে ৩৩ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এ মামলায় নুরুল আবছারকে এক বছরের সাজা, ৩৩ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) এবং দণ্ডবিধির ৪০৯ ধারায় আরেক মামলায় ১৩ লাখ ২৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে তাকে এক বছর কারাদণ্ড, ১৩ লাখ ২৭ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামি নুরুল আবছার পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুহম্মদ কবির হোসাইন।
তিনি বলেন, দীর্ঘ বিচার প্রক্রিয়ায় আদালত মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এই রায় দিয়েছেন।
What's Your Reaction?