উপকূলে ৮ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা

2 months ago 5

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বর্তমানে কিছুটা দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। তবে নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

শুক্রবার (৩০ মে) উপকূলীয় এলাকায় উঁচু জলোচ্ছ্বাসের শঙ্কা জানিয়ে ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

এক ফেসবুক পোস্টে জলোচ্ছ্বাস নিয়ে সতর্ক করে এ আবহাওয়াবিদ জানান, শুক্রবার সারা দিন দুবার জোয়ারের শঙ্কা রয়েছে। এ সময় স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৮ ফুট বেশি উচ্চতার জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে উপকূলীয় এলাকায়।

এদিকে এক বার্তায় আবহাওয়া দপ্তর জানিয়েছে, সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বর্তমানে উত্তর ও উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে স্থল নিম্নচাপ আকারে সকালে টাঙ্গাইল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝড়িয়ে ক্রমেই দুর্বল হতে পারে। স্থল নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে এবং বাংলাদেশের সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

Read Entire Article