উপদেষ্টা আসিফের নামে ভুয়া ছবি প্রচার
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক নারীর সঙ্গে হোটেল রুমে আছেন। তবে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার নিশ্চিত করেছে, ছবিটি বাস্তব নয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি।
রিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল ছবিটি তৈরি করতে আসিফ মাহমুদ এবং রিদিতা নামের নারীর পৃথক দুটি ছবি ব্যবহার করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে ছবিতে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করা গেছে। যেমন, হোটেল রুমটি অস্বাভাবিকভাবে নিখুঁত দেখায়, মানুষের মুখের প্রাকৃতিক দাগ, ব্রণ বা সূক্ষ্ম ভাঁজ নেই। এছাড়া মেয়েটির গালে হাত রাখার ভঙ্গি অস্বাভাবিক মনে হয়, যা সাধারণভাবে কোনো বস্তুতে ভর না দিলে ঠিক রাখা সম্ভব নয়।
পরবর্তীতে আসিফ মাহমুদের ছবি গুগলে অনুসন্ধান করে দেখা যায়, তার পরা পাঞ্জাবি ও ডিজাইন ভাইরাল ছবির সঙ্গে মিলে যাচ্ছে। যাচাই করা হয়, ছবিটি গত বছরের ১৭ নভেম্বর এক সংবাদ সম্মেলনে তোলা।
ছবিতে উপস্থিত নারীর পরিচয় চিহ্নিত হয়েছে রিদনি ইসলাম রিদিতা হিসেবে। তার ফেসবুক প্রোফাইল পিকচারের সঙ্গে তুলনা করলে দেখা যায়, তিনি একই ভঙ্গিতে রয়েছেন। চুল বাঁধার ধরন, হাতে থাকা মেহেদি ও কানের দুল এবং হাতে থাকা ফুলের মিলও লক্ষ্য করা গেছে। তবে কিছু অসঙ্গতি রয়েছে, যেমন- আলোচিত ছবিতে ফুল ও কানের দুল অসম্পূর্ণ বা বিকৃতভাবে দেখা যায়। এ ধরনের অমিল সাধারণত এআই-নির্মিত ছবিতে লক্ষ করা যায়।
রিউমর স্ক্যানার জানিয়েছে, সব প্রমাণ থেকে বোঝা যায়, ছবিটি আসিফ মাহমুদ ও রিদিতার পৃথক ছবি ব্যবহার করে এআই প্রযুক্তিতে তৈরি করা হয়েছে।
অন্তিমভাবে ছবিটি এআই শনাক্তকারী হাইভ মডারেশন টুলে পরীক্ষা করা হলে দেখা যায়, ছবিটি এআই দ্বারা তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ।
ফলে নিশ্চিতভাবে বলা যায়, ভাইরাল এই হোটেল রুমের ছবি আসল নয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে এবং সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর উদাহরণ হিসেবে বিবেচিত।