উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে স্লোগানে উত্তাল কাকরাইল

3 months ago 40

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পাঠ ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন বিএনপি নেতাকর্মীরা। আন্দোলনকারীদের স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সংলগ্ন কাকরাইল এলাকা।

বৃহস্পতিবার (২২ মে) দুপুর ২টার দিকে কাকরাইল মোড় ও আশপাশের এলাকা ঘুরে আন্দোলনের এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর কাকরাইল মোড় থেকে যমুনামুখী সড়কের মুখে অবস্থান নিয়ে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। এসময় কাকরাইল থেকে বিভিন্ন গন্তব্যের সড়কে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করে রাখেন তারা। ফলে এই সড়ক ব্যবহার করে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় তারা স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেন। উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।

এদিকে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের সড়কের মুখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

স্লোগানে স্লোগানে আন্দোলনকারীরা বলেন, ‘যমুনারে যমুনা, আমরা কিন্তু যাবো না’, ‘এইমাত্র খবর এলো, ইশরাক ভাই মেয়র হলো’, এই মুহূর্তে দরকার, নির্বাচিত সরকার’, ‘দফা এক দাবি এক, নির্বাচিত সরকার’, ‘যমুনারে যমুনা, শপথ ছাড়া যাবো না’। এছাড়া আরও নানান স্লোগানে উত্তাল হয়ে উঠেছে কাকরাইল এলাকা।

কেআর/কেএসআর/জেআইএম

Read Entire Article