পরাধীনতার শিকল ভাঙতে
অস্ত্র হাতে রণাঙ্গনে দিলে নেতৃত্ব
কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করে
দেখালে নিজের বীরত্ব
২৫ মার্চ জাতির কালরাত্রে
তোমার বজ্রকণ্ঠে স্বাধীনতার ঘোষণা
বাংলার এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে
কৃষক শ্রমিক ছাত্র জনতার যুদ্ধের প্রেরণা।
নয় মাস যুদ্ধ শেষে
এনে দিলে লাল-সবুজের দেশ
জাতির দুর্যোগে তুমি নির্ভয় অটল
সকল ক্ষেত্রে দেখিয়েছো দুর্দান্ত সাহস।
কঠোর হস্তে ভেঙেছো একনায়কতন্ত্র
দেশি-বিদেশি রুখেছো ষড়যন্ত্র
ধানের শীষের পতাকা তুলে
চালু করেছো বহুদলীয় গণতন্ত্র।
তুমি সর্বকালের জনপ্রিয় নেতা
বাঙালির মুক্তির সনদ ১৯ দফার রচয়িতা
বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা
সমৃদ্ধির দেশ গড়তে গড়েছিলে একতা।
তুমি চিরজাগ্রত, চিরস্মরণীয়,
তোমার আদর্শ চির অনুকরণীয়
বাংলাদেশি জাতীয়তাবাদের প্রাণ
তুমি বাংলার শ্রেষ্ঠ সন্তান জিয়াউর রহমান।
এসইউ/জিকেএস