উল্কাবৃষ্টির ছবি তোলার সহজ কৌশল

1 month ago 10

রাতের আকাশে উল্কাবৃষ্টি দেখা যেমন রোমাঞ্চকর, তেমন একে ক্যামেরায় বন্দি করাও একটি শিল্প। অনেকেই ভাবেন, এমন ছবি তুলতে পেশাদার সরঞ্জাম ও জটিল কৌশল লাগে, কিন্তু আসলে কিছু সহজ টিপস মেনে চললেই স্মার্টফোন কিংবা ডিএসএলআর দিয়েও আপনার অভিজ্ঞতাটিতে স্মৃতির বাক্সে ধরে রাখতে পারবেন।

আজ (১৩ আগস্ট, ২০২৫) রাতে যখন পৃথিবী ধূমকেতু সুইফট–টাটল-এর ধূলিকণা মণ্ডলের ভেতর দিয়ে অতিক্রম করবে, তখন পার্সেইড উল্কাবৃষ্টি তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। এ সময় মধ্যরাত থেকে ভোরের আগে পর্যন্ত পৃথিবীর আকাশে ঘণ্টায় প্রায় ৫০–১০০ উল্কা ছুটে যেতে দেখা যেতে পারে।

বাংলাদেশ থেকেও দেখা যাবে আজ রাতের পার্সেইড উল্কাবৃষ্টি, তবে কিছু সীমাবদ্ধতা থাকবে। যেহেতু এ বছর প্রায় পূর্ণ চাঁদের আলো আকাশকে উজ্জ্বল করে রাখবে, তাই তুলনামূলক উজ্জ্বল উল্কাগুলোই বেশি চোখে পড়বে।

রাত ১২টার পর থেকে ভোরের আগে পর্যন্ত উত্তর-পূর্ব দিকের আকাশের দিকে তাকালে আপনিও দেখতে পাবেন এই অপূর্ব দৃশ্য। তবে ঢাকা বা বড় শহরে থাকলে খোলা মাঠ বা উঁচু জায়গায় না গেলে দেখতে পাওয়া মুশকিল। তবে এই অসাধারণ অভিজ্ঞতাটি যদি আপনি স্মৃতি হিসেবে সংরক্ষণ করতে চান, তাহলে জেনে নিন কয়েকটি কৌশল-

jagonews24

১. ছবি তোলার আগে প্রস্তুতি

>> প্রথমেই পরিষ্কার আকাশ আর কম আলোযুক্ত স্থান বেছে নিন। আশপাশে আলো দূষণ যত কম হবে, তত ভালো ছবি পাবেন।

>> চাঁদ যদি পূর্ণ থাকে, আলোর কারণে উল্কা দেখা ও তোলা দুটোই কঠিন হতে পারে। তাই এমন সময় বেছে নিন যখন চাঁদের আলো কম থাকে।

>> আবহাওয়ার পূর্বাভাস দেখে নিন, কারণ মেঘলা রাতে ছবি তোলার চেষ্টা বৃথাই যাবে।

২. স্মার্টফোনের ক্যামেরায় উল্কাবৃষ্টি

অপেশাদার ফটোগ্রাফারদের শখের ছবি তোলার জন্য একটি ভালো ক্যামেরাওয়ালা স্মার্টফোনই যথেষ্ট। ভালো ফিচারসহ স্মার্টফোন থাকলেও অনেকেই এখনো সেগুলোর পূর্ণ ব্যবহার জানেন না। জেনে নিন কীভাবে আপনার মোবাইল ফোন দিয়েই উল্কাবৃষ্টির ছবি তুলবেন-

>> ট্রাইপড ব্যবহার করুন: হাতে ধরে রাখলে ছবি ঝাপসা হবে, তাই স্থির ট্রাইপড জরুরি।

jagonews24

>> ম্যানুয়াল মোড বা প্রো মোড চালু করুন: শাটার স্পিড ১০ থেকে ২০ সেকেন্ড, আইএসও ৮০০-১৬০০ এবং ফোকাস ইনফিনিটি সেট করুন।

>> ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স ব্যবহার: আকাশের বেশি অংশ ধরতে পারলে উল্কা পড়ার মুহূর্তটি ক্যামেরায় আসার সম্ভাবনা বাড়ে।

>> বার্স্ট শট বা টাইম-ল্যাপস: একের পর এক ছবি তুলতে থাকুন, যেন উল্কা পড়ার মুহূর্ত মিস না হয়।

এই কৌশলগুলো কাজে লাগিলে একটু ধৈর্য্য ধরে ছবি তুললে মোবাইল দিয়েও কিছু মজাদার ছবি পাওয়া সম্ভব।

৩. ডিএসএলআর বা মিররলেস ক্যামেরা

যারা পেশাদার বা সিরিয়াস ফটোগ্রাফি করতে চান, তাদের জন্য ডিএসএলআর বা মিররলেস সেরা বিকল্প। অনেকে এমন আছেন, যারা নতুন ক্যামেরা কিনেছেন, কিন্তু এখনো সব ‍ফিচার এক্সপেরিমেন্ট করা হয়ে ওঠেনি। তাদের জন্যও থাকলো কিছু টিপস-

>> লেন্স: ওয়াইড-অ্যাঙ্গেল (১৪এমএম-২৪এমএম) রাতের আকাশের জন্য উপযুক্ত, তবে জুম লেন্স (৭০-২০০এমএম বা তার বেশি) দিয়ে নির্দিষ্ট দিকে লক্ষ্য করে উল্কার ছবি তোলা যায়।

>> সেটিংস: শাটার স্পিড ১৫ থেকে ৩০ সেকেন্ড, অ্যাপার্চার f/২.৮ বা যতটা কমানো সম্ভব, আইএসও ১৬০০-৩২০০।

>> র ফরম্যাটে ছবি তুলুন: পোস্ট-প্রসেসিংয়ে ছবি উন্নত করা সহজ হবে।

>> রিমোট শাটার বা টাইমার: হাতের কম্পন এড়াতে রিমোট শাটার ব্যবহার করুন।

নতুনদের জন্য টিপস: জটিল সেটিং নিয়ে চিন্তা না করে আকাশের বেশি অংশ কভার করুন, অনেক ছবি তুলুন, ধৈর্য ধরুন।

পেশাদারদের জন্য টিপস: নির্দিষ্ট নক্ষত্রপুঞ্জ বা উল্কার উৎসস্থল চিহ্নিত করুন এবং ফ্রেম সেট করুন। পোস্ট-প্রসেসিংয়ে আলোর ভারসাম্য ঠিক করুন।

আকাশের দিকে চোখ রাখার পাশাপাশি ক্যামেরার সেটিং ঠিক আছে কি না মাঝে মাঝে পরীক্ষা করুন। উল্কাবৃষ্টি ফটোগ্রাফি মূলত ধৈর্য আর সঠিক সময়ে সঠিক জায়গায় থাকার খেলা। একবার সফল হলে, সেই রাতের আকাশের ছবি জীবনভর মনে থাকবে।

সূত্র: নাসা অফিসিয়াল ওয়েবসাইট, স্কাই অ্যান্ড টেলিস্কোপ ম্যাগাজিন, টাইম অ্যান্ড ডেট অ্যাস্ট্রোনমি সেকশন

এএমপি/জেআইএম

Read Entire Article