শান্ত-স্নিগ্ধ ছোট্ট একটি গ্রামে সন্ধ্যা নামলে চারদিক অন্ধকার হয়ে আসে। এমন আলোআঁধারি সময়ে দলবেঁধে আসতে শুরু করে ঝাঁকে ঝাঁকে বাদুড়। তাদের কিচিরমিচির ডাক আর ডানা ঝাপটানোর শব্দে এসময় চারদিক মুখরিত হয়ে উঠে। শুনতে আশ্চর্য মনে হলেও ভারতের তামিলনাড়ুতে ঠিক এরকমই একটি গ্রাম রয়েছে, যেখানে প্রকৃতিতে বাদুড়দের টিকিয়ে রাখতে অনন্য এক উৎসবের আয়োজন করা হয় প্রতি বছর।
সেখানকার গ্রামের লোকেরা বিশ্বাস করে, এই বাদুড়েরা শুধু রাতের অতিথি নয় বরং প্রকৃতিতে, বিশেষ করে কৃষিক্ষেতে ভালো ফসল উৎপাদনে অদৃশ্য রক্ষকের ভূমিকা পালন করে। তারা ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আর তাইতো বাদুড়দের প্রতি কৃতজ্ঞতা জানাতেই প্রতি বছর এমন উৎসবের আয়োজন। বছরের নির্দিষ্ট এক রাতে গ্রামের মন্দিরে আয়োজন করা হয় বিশেষ পূজা। বাদুড়দের জন্য ফল, ফুল আর দুধের নৈবেদ্য সাজানো হয়। তখন চারদিকে বিরাজ করে সুনসান নীরবতা।
এ সময় কোনোরকম আওয়াজ করা হয় না, যেন বাদুড়রা বিরক্ত না হয়। তাই একরকম শ্রদ্ধা অনুষ্ঠানের মতো করে একরকম নিঃশব্দেই পালন করা হয় সব আয়োজন। বাদুড়কে ভয় নয়, বন্ধু ভাবুন।
স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার এমন বার্তাই ছড়িয়ে দিয়েছেন। তাদের দেখাদেখি আশপাশের এলাকাগুলোতেও বাদুড় রক্ষায় স্থানীয়রা আরও বেশি অনুপ্রাণিত হচ্ছে।
বিস্তারিত দেখুন ভিডিওতে...

2 hours ago
3









English (US) ·