ঋতুপর্ণাকে বাড়ি নির্মাণ করে দেবে বিসিবি

1 month ago 10
বাংলাদেশ নারী ফুটবলের অন্যতম তারকা ঋতুপর্ণা চাকমার জন্য আজকের দিনটি একেবারেই বিশেষ হয়ে রইল। বিকেলে প্রথম আলোর ২০২৪ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার হাতে পেয়েছেন তিনি, আর সন্ধ্যায় এলো আরও বড় সুখবর—বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার জন্য একটি নতুন বাড়ি নির্মাণ করবে। শনিবার বিকেলে অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও অস্ট্রেলিয়া থেকে বিষয়টি অনুমোদনের খবর দিয়েছেন। রাঙামাটির প্রত্যন্ত এলাকায় ঋতুপর্ণার পুরোনো বাড়িটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। পরিবারের প্রধান উপার্জনক্ষম সদস্য তিনি নিজেই। বাবা ও একমাত্র ভাইকে হারানোর পর সংসারের দায়িত্ব পুরোপুরি তার কাঁধে। মায়ের চিকিৎসা ব্যয়ও বহন করতে হয় নিয়মিত। এসব কারণে বাড়ি সংস্কার বা নতুন করে নির্মাণের সুযোগ হয়নি এতদিন। বাংলাদেশ নারী ফুটবল দলের সাফল্যে বড় অবদান রেখেছেন ঋতুপর্ণা। তার গোলে ২০২৪ সালে বাংলাদেশ জিতেছিল সাফ চ্যাম্পিয়নশিপ। গত মাসে মিয়ানমারের বিপক্ষে তার জোড়া গোলই নিশ্চিত করেছে বাংলাদেশের ইতিহাসের প্রথম এশিয়া কাপ ফুটবল খেলা। বর্তমানে ভুটান লিগে খেলছেন ঋতুপর্ণা ও তহুরা খাতুনসহ জাতীয় নারী দলের ১৩ জন ফুটবলার। স্বল্প সময়ের জন্য ঢাকায় ফিরে তারা অংশ নিয়েছেন প্রথম আলোর ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে। এ আসরে তিনটি ট্রফি জিতেছেন তারা—বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন ঋতুপর্ণা, আর বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন তহুরা। বিসিবির এই উদ্যোগ কেবল একজন ক্রীড়াবিদের জীবনে স্বস্তি বয়ে আনবে না, বরং দেশের ক্রীড়া অঙ্গনে মানবিকতারও এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
Read Entire Article