এ কেমন ভালোবাসা, মৃত্যুই যার নিয়তি

3 hours ago 5

বাঁদির মেয়ে দিলনাওয়াজ। সে প্রাসাদে ঢোকার পর অলৌকিকভাবে সুস্থ হয়ে ওঠে রাজপুত্র। রানির চোখে দিলনাওয়াজ হয়ে ওঠে সৌভাগ্যের প্রতীক। রাজাপ্রাসাদেই শিশু থেকে তরুণী হয়ে ওঠে সে, তারপর একদিন হয়ে ওঠে শাহজাদা শমসেরের চোখের মনি। কিন্তু তাদের প্রেম পরিণতি পায় না। বরং রাজপুত্রের জন্য মালা গাঁধতে গাঁথতে মৃত্যুর দিকে ধাবিত হয় রূপবতী বাঁদি দিলনাওয়াজ। কিন্তু এ কেমন ভালোবাসা, মৃত্যুই যার নিয়তি! উর্দু ভাষার শতবর্ষী এই গল্পে মঞ্চে আসছে আনকোরা নৃত্যনাট্য ‘দিলনাওয়াজ’।

রাজপুত্রের সঙ্গে বাঁদির প্রেমের এ কাহিনি লেখা হয়েছে প্রায় শত বছর আগে। উর্দু ভাষায় গল্পটি লিখেছিলেন রাহাত আরা বেগম। তখন সম্ভ্রান্ত বাঙালিরাও উর্দু ভাষায় সাহিত্যচর্চা করতেন। তার এই গল্পকে উপজীব্য করে প্রস্তুত করা হয়েছে নৃত্যনাট্য ‘দিলনাওয়াজ’। ভালোবাসা দিবস উপলক্ষে মঞ্চস্থ হতে যাচ্ছে নৃত্যনাট্যটি। এতে দিলনাওয়াজের ভূমিকায় অভিনয় করেছেন তরুণ নৃত্যশিল্পী মুবাশশিরা কামাল ইরা। শাহজাদা শমসেরের ভূমিকায় নৃত্যাভিনয় করেছেন শিল্পী আবু নাঈম ও রাজবধূর ভূমিকায় উম্মে হাবিবা শোভা। তারা ছাড়াও নৃত্যনাট্যে অংশ নেবেন ঢাকার একঝাঁক নৃত্যশিল্পী।

আবু নাঈম বলেন, এত বছর আগের গল্পে নৃত্যাভিনয় করতে পারা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। এত বড় একজন লেখক এত বছর আগে এ রকম হৃদয়ছোঁয়া গল্প লিখেছেন, ভাবা যায় না। আমরা তরুণ প্রজন্মের কাছে নৃত্যের আবহে গল্পটা তুলে ধরতে পারছি, এটা আমাদের জন্য আনন্দের।

এ কেমন ভালোবাসা, মৃত্যুই যার নিয়তি

দিলনাওয়াজের প্রধান চরিত্রে নৃত্যাভিনয় প্রসঙ্গে মুবাশশিরা কামাল ইরা বলেন, এই নৃত্যনাট্যটি আমার সংক্ষিপ্ত পারফরমার জীবনের একটি মাইলফলক হতে যাচ্ছে। জীবনের প্রথম কোনো নৃত্যনাট্যে প্রধান চরিত্রে কাজ করছি। এ এমন এক অনুভূতি যা বলে বোঝানো যাবে না। আমার ওপর আস্থা রাখার জন্য পরিচালককে অনেক ধন্যবাদ। আমি এই অঙ্গনে দীর্ঘদিন ধরে কাজ করে যেতে চাই। এ জন্য দর্শকদের অনুপ্রেরণা আমার ভীষণ প্রয়োজন।
গত ২৫ ডিসেম্বর রাজধানীর বনানীতে রাহাত আরা বেগমের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ছিল‘দিলনাওয়াজ’-এর নিরীক্ষাধর্মী এক প্রদর্শনী। সেখানে উপস্থিত সুধীজনদের মন কেড়ে নেয় নৃত্যটি। পরে বিস্তৃত পরিসরে একে নৃত্যনাট্যে রূপ দেওয়া হয়েছে।

‘দিলনাওয়াজ’-এর নৃত্য পরিচালনা করেছেন সাব্বির আহমেদ খান, সংগীত পরিচালনা করেছেন রাতুল শংকর ঘোষ, শিল্পনির্দেশনা দিয়েছেন নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব লুবনা মারিয়াম। বাংলাদেশ শিল্পকলা একাডেমরি জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে ‘দিলনাওয়াজ’ মঞ্চস্থ হবে ১৪ ফেব্রুয়ারি বিকেল ৫টা ৩০ মিনিটে। এটি প্রযোজনা করেছে সাংস্কৃতিক সংস্থা সাধনা। প্রদর্শনীর আগে বনানীর যাত্রা বিরতি ও শিল্পকলা একাডেমিতে পাওয়া যাবে টিকিট।

এমআই/আরএমডি/জিকেএস

Read Entire Article