এ দেশে আওয়ামী লীগের পুনর্বাসন আর হবে না: আব্দুস সালাম

3 weeks ago 6

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, এ দেশে আওয়ামী লীগের পুনর্বাসন আর হবে না। বাইরের কিছু দেশ চায় বিএনপি যেন ক্ষমতায় না আসতে পারে। এ দেশের মানুষ ভালো থাক সেটি তারা চায় না।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ শহরের বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 আব্দুস সালাম

আব্দুস সালাম আরও বলেন, দেশে যখনই ভোট হোক না কেন, বিপুল ভোটে বিএনপিকে ক্ষমতায় আনবে এ দেশের সাধারণ জনগণ। ভোট পিছিয়ে বা কোনো ষড়যন্ত্র করে লাভ নেই। আওয়ামী লীগ মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে নাই। তারা দেশকে নরকে পরিণত করেছিল। এ দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ। এজন্য এতদিন ভারত তাদের ভোট বিহীন ক্ষমতায় বসিয়েছিল।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলিম ও ওবায়দুর রহমান চন্দন।

এম এ মালেক/আরএইচ/এমএস

Read Entire Article