এ বছর আর কয়টি সরকারি ছুটি বাকি

2 weeks ago 16

কর্মব্যস্ত জীবনে সাপ্তাহিক ছুটিতে অনেকেরই ব্যক্তিগত কিছু জরুরি কাজ থাকে। ফলে অবকাশ যাপনের সুযোগ তেমন থাকে না চাকরিজীবীদের। কিন্তু  সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি পেলে কোথাও ঘুরতে যাওয়া বা অবকাশের দিনগুলো উপভোগ করার উপলক্ষ তৈরি হয়। তাই এমন সুযোগের অপেক্ষায় থাকেন চাকরিজীবীরা। 

এ বছর বেশ কয়েকটি বড় ছুটি কাটিয়েছেন চাকরিজীবীরা। এমন বড় ছুটি বহু বছরই পরই উপভোগ করলেন তারা। এজন্য বছরে বাকি মাসগুলোতে কয়টি ছুটি রয়েছে তা জানতে আগ্রহের কমতি নেই চাকরিজীবীদের। 

এ বছরের এখনো বাকি চার মাস। এই চার মাসে আরও বেশকয়েকটি ছুটি অবশিষ্ট রয়েছে চাকরিজীবীদের। এর মধ্যে কোন কোন ছুটি পড়েছে বৃহস্পতিবার। ফলে টানা তিন দিন ছুটির স্বাদ পাবেন চাকরিজীবীরা। 

২০২৫ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী এ বছর আরও পাঁচ দিন ছুটি পাবেন চাকরিজীবীরা। এর মধ্যে সাধারণ ছুটি চারদিন এবং একদিন নির্বাহী আদেশের ছুটি। সাধারণ ছুটি পড়েছে, ঈদ-ই-মিলাদুন্নবী (৫ সেপ্টেম্বর, শুক্রবার), দুর্গাপূজা (১ অক্টোবর-বুধবার ও ২ অক্টোবর-বৃহস্পতিবার), বিজয় দিবস (১৬ ডিসেম্বর, মঙ্গলবার) এবং যিশুখ্রিস্টে জন্মদিন বা বড়দিন (২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার)। 

এর মধ্যে ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি দেওয়া হবে। এই একদিনসহ দুই দিন  সরকারি ছুটি থাকবে দুর্গাপূজায়। এর সঙ্গে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় দুর্গাপূজায় চার দিন ছুটি পাবেন চাকরিজীবীরা। 

উল্লেখ্য, এ বছর চাকরিজীবীরা সবচেয়ে বড় ছুটি কাটিয়েছেন দুই ঈদে। এর মধ্যে ঈদুল ফিতরের ছুটি ছিল টানা ৯ দিন। ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। 

আর ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন ছুটি কাটান চাকরিজীবীরা। ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ছুটি কাটান চাকরিজীবীরা।  

২০২৫ সালের ছুটির তালিকা দেখতে ক্লিক করুন এখানে

Read Entire Article