এ বছর কোন দেশে কত ঘণ্টা রোজা, জেনে নিন
প্রতিবারের মতো এবারও দরজায় কড়া নাড়ছে মহিমান্বিত রমজান। পবিত্র এই মাসে মুসলিম ধর্মের অনুসারীরা দিনব্যাপী পানাহার থেকে বিরত থেকে আত্মশুদ্ধির আমল করে থাকেন। জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, এ বছর রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন রমজানে অধিকাংশ আরব ও মুসলিমপ্রধান দেশে প্রতিদিন রোজার সময় হবে প্রায় ১২ থেকে ১৩ ঘণ্টা, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম ‘মাঝারি’ রমজান হিসেবে বিবেচিত হচ্ছে। কেন এবার রোজার সময় তুলনামূলক কম? রমজান ২০২৬ পড়ছে উত্তর গোলার্ধে শীতের শেষ ও বসন্তের শুরুতে। এ সময় দিনের দৈর্ঘ্য তুলনামূলক কম থাকে। ফলে মাসের শুরুতে রোজার সময় কিছুটা কম হলেও ধীরে ধীরে দিন বড় হওয়ায় শেষের দিকে রোজার সময় সামান্য বাড়বে। দেশভেদে রোজার সময় কেন ভিন্ন হয়? রোজার সময় মূলত নির্ভর করে ভৌগোলিক অবস্থানের ওপর। যারা বিষুবরেখার কাছাকাছি দেশগুলোতে বসবাস করেন, সেখানে সারা বছর দিন-রাতের পার্থক্য খুব বেশি হয় না। আর উত্তর বা দক্ষিণে যত দূরে যাওয়া যায়, ঋতুভেদে দিনের দৈর্ঘ্যের পার্থক্য তত বেশি হয়। যেহেতু ২০২৬ সালের রমজান বসন্ত বিষুবের আগেই শুরু হচ্ছে, তাই মধ্যপ
প্রতিবারের মতো এবারও দরজায় কড়া নাড়ছে মহিমান্বিত রমজান। পবিত্র এই মাসে মুসলিম ধর্মের অনুসারীরা দিনব্যাপী পানাহার থেকে বিরত থেকে আত্মশুদ্ধির আমল করে থাকেন। জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, এ বছর রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।
বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন রমজানে অধিকাংশ আরব ও মুসলিমপ্রধান দেশে প্রতিদিন রোজার সময় হবে প্রায় ১২ থেকে ১৩ ঘণ্টা, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম ‘মাঝারি’ রমজান হিসেবে বিবেচিত হচ্ছে।
কেন এবার রোজার সময় তুলনামূলক কম?
রমজান ২০২৬ পড়ছে উত্তর গোলার্ধে শীতের শেষ ও বসন্তের শুরুতে। এ সময় দিনের দৈর্ঘ্য তুলনামূলক কম থাকে। ফলে মাসের শুরুতে রোজার সময় কিছুটা কম হলেও ধীরে ধীরে দিন বড় হওয়ায় শেষের দিকে রোজার সময় সামান্য বাড়বে।
দেশভেদে রোজার সময় কেন ভিন্ন হয়?
রোজার সময় মূলত নির্ভর করে ভৌগোলিক অবস্থানের ওপর। যারা বিষুবরেখার কাছাকাছি দেশগুলোতে বসবাস করেন, সেখানে সারা বছর দিন-রাতের পার্থক্য খুব বেশি হয় না। আর উত্তর বা দক্ষিণে যত দূরে যাওয়া যায়, ঋতুভেদে দিনের দৈর্ঘ্যের পার্থক্য তত বেশি হয়।
যেহেতু ২০২৬ সালের রমজান বসন্ত বিষুবের আগেই শুরু হচ্ছে, তাই মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বেশিভাগ দেশে মাসের শুরুতে দিন ছোট থাকবে এবং ধীরে ধীরে রোজার সময় বাড়বে।
আরব বিশ্ব ও মধ্যপ্রাচ্য
মিসরের রাজধানী কায়রোতে রোজার সময় শুরুতে হবে প্রায় ১২ ঘণ্টা ৪০ মিনিট, যা মাসের শেষে গিয়ে ১৩ ঘণ্টার কাছাকাছি পৌঁছাবে। শীতল আবহাওয়াও রোজা পালনে স্বস্তি এনে দেবে।
একই ধরনের চিত্র দেখা যাবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ওমানে। এসব দেশে শহরভেদে সামান্য পার্থক্য থাকলেও মোটামুটি ১২-১৩ ঘণ্টার মধ্যেই রোজার সময় সীমাবদ্ধ থাকবে।
লেভান্ত অঞ্চল ও উত্তর আফ্রিকা
লেবানন, সিরিয়া, জর্ডান ও ইরাকেও রোজার সময় প্রায় একই ধারায় চলবে। উত্তর আফ্রিকার দেশগুলো মরক্কো, আলজেরিয়া ও তিউনিসিয়ায়-দ্রাঘিমা ও সূর্যাস্তের সময়ের কারণে সামান্য তারতম্য দেখা গেলেও রোজার সময় মোটামুটি একই পরিসরের মধ্যেই থাকবে।
ইউরোপ ও উত্তর আমেরিকা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রোজার সময় শুরুতে হবে প্রায় ১২ ঘণ্টা ৩০ মিনিট, যা মার্চের শুরুতে গিয়ে ১৩ ঘণ্টা বা তার সামান্য বেশি হতে পারে।
ইউরোপের দেশগুলো বিশেষ করে যুক্তরাজ্য, জার্মানি ও স্ক্যান্ডিনেভিয়ার অঞ্চলগুলোতে ভৌগোলিকভাবে উত্তর দিকে অবস্থান করার কারণে রোজার সময় মধ্যপ্রাচ্যের তুলনায় কিছুটা বেশি হবে। যদিও ২০২৬ সালে এই সময় খুব চরম পর্যায়ে যাবে না, তবুও তা লক্ষণীয়ভাবে দীর্ঘ হবে।
চরম উত্তরের দেশগুলোর বাস্তবতা
পূর্ববর্তী কিছু রমজানে উত্তর রাশিয়া, গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডে বসবাসরত মুসলমানদের জন্য রোজার সময় ১৬ ঘণ্টারও বেশি হয়েছে, এমনকি কোথাও কোথাও সূর্য প্রায় অস্তই যায় না বা খুব অল্প সময়ের জন্য অস্ত যায়। এসব ক্ষেত্রে অনেক মুসলমান আলেমদের পরামর্শ অনুযায়ী নিকটবর্তী মধ্যম দেশের সময়সূচি বা মক্কার সময় অনুসরণ করেন।
সূত্র : গালফ নিউজ
What's Your Reaction?