সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর হজ পালন করছেন ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন মুসলমান। এর মধ্যে সৌদি আরবের হাজি ছিলেন ১ লাখ ৬৬ হাজার ৬৫৪ জন এবং বিভিন্ন দেশ থেকে আগত হাজির সংখ্যা ছিল ১৫ লাখ ৬ হাজার ৫৭৬ জন। পুরুষ হাজির সংখ্যা ছিল ৮ লাখ ৭৭ হাজার ৮৪১ জন। নারী হাজির সংখ্যা ছিল ৭ লাখ ৯৫ হাজার ৩৮৯ জন।
এই হজ পালনকারীদের মধ্যে বিমানে সৌদি আরবে গিয়েছেন ১৪ লাখ ৩৫ হাজার ১৭ জন। নৌপথে সৌদি আরবে গিয়েছেন ৫ হাজার ৯৪ জন। মাইক্রো, কার ও এ জাতীয় পরিবহনে হজ করতে গেছেন ৬৬ হাজার ৪৬৫ জন হজযাত্রী।
গতকাল (সৌদি আরবে ৯ জিলহজ মোতাবেক ৫ জুন) ছিল হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল আরাফায় অবস্থানের দিন। গতকাল জোহরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত হজ পালনকারীরা আরাফায় অবস্থান করেছেন। সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশে রওয়ানা হয়েছেন এবং রাতে মুজদালিফায় অবস্থান করেছেন। মিনা ও আরাফার মধ্যবর্তী বিশাল এক ময়দানের নাম মুজদালিফা। মিনার পরই মুজদালিফার সীমানা শুরু হয়।
আজ (সৌদি আরবে ১০ জিলহজ মোতাবেক ৬ জুন) হজ পালনকারীরা হজের ৪টি আমল সম্পন্ন করবেন। সুবহে সাদিকের পর মুজদালিফায় অবস্থান করবেন, তারপর সূর্য ওঠার আগে মিনায় এসে বড় জামরায় ৭টি কংকর নিক্ষেপ করবেন। তারপর কোরবানি করবেন। কোরবানি সম্পন্ন হলে মাথা মুণ্ডন করবেন, চুল ছাটবেন বা কাটবেন।
চুল মুণ্ডন বা কাটার পর স্ত্রী সঙ্গম ছাড়া ইহরামের যাবতীয় নিষেধাজ্ঞা উঠে যাবে।
তাওয়াফে জিয়ারত ও পাথর নিক্ষেপ সম্পন্ন হওয়ার পর আগামী ৮ জুন হজের পাঁচ দিনের কার্যক্রম শেষ হবে।
সূত্র: ইনসাইড দ্যা হারামাইন
ওএফএফ/এমএস