এআই ধনী ও গরিবের মধ্যে পার্থক্য আরও বাড়াবে: জেফরি হিন্টন

3 days ago 9

নোবেলজয়ী বিজ্ঞানী ও সাবেক গুগল গবেষক জেফরি হিন্টন সতর্ক করেছেন যে, এআই বিশ্বজুড়ে বড় বেকারত্ব সৃষ্টি করবে এবং ধনী-গরীবের মধ্যে বৈষম্য আরও গভীরতর করবে।

ফাইন্যান্সিয়াল টাইমসের সঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ধনীরা এআই ব্যবহার করে কর্মচারীদের বাদ দিয়ে মুনাফা বাড়াবেন।

হিন্টনের মতে, ঘটনাটি এমন হবে যে ধনী মানুষরা এআই ব্যবহার করে শ্রমিকদের ছাঁটাই করবে। এর ফলে ব্যাপক বেকারত্ব এবং মুনাফার বিশাল বৃদ্ধি ঘটবে। এতে কয়েকজন মানুষ অনেক ধনী হয়ে উঠবে, আর অধিকাংশ মানুষ গরীব হবে।

সাক্ষাৎকারে হিন্টন বলেন, যেসব শিল্প সাধারণ ও পুনরাবৃত্তিমূলক কাজের ওপর নির্ভর করে, সেগুলো সবচেয়ে বেশি প্রভাবিত হবে। অন্যদিকে উচ্চ দক্ষতার কাজ এবং স্বাস্থ্যসেবাখাতে এআই থেকে লাভ হতে পারে।

নিউইয়র্ক ফেডের সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে, এআই ব্যবহারকারী কোম্পানিগুলো কর্মী ছাঁটাইয়ের চেয়ে পুনরায় প্রশিক্ষণের প্রতি বেশি মনোযোগ দেয়, যদিও ছাঁটাইয়ের হার বাড়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও সতর্ক করেছেন যে এআই বায়োঅস্ত্র তৈরিতেও ব্যবহার হতে পারে।

হিন্টনের মতে, চীন এই বিপদকে গুরুত্ব দিচ্ছে, কিন্তু ট্রাম্প প্রশাসন কঠোর নিয়ন্ত্রণের বিরোধিতা করেছে।

তিনি বলেন, আমরা ভবিষ্যত কী হবে তা জানি না, কেউই জানে না, যারা জানে বলছে তারা মিথ্যে কথা বলছে। আমরা এমন এক ঐতিহাসিক সময়ে আছি যেখানে কিছু অসাধারণ ঘটছে, যা হতে পারে অসাধারণ ভালো বা অসাধারণ খারাপ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এমএসএম

Read Entire Article