এআইইউবিতে ইনডোর গেমস উদ্বোধন

2 weeks ago 15
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) অফিস অব স্পোর্টসের উদ্যোগে ১০ দিনব্যাপী এআইইউবি ইনডোর গেমস প্রতিযোগিতা-২০২৪ এর আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মিস নাদিয়া আনোয়ার ইনডোর গেমস উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবির প্রক্টর ড. মনজুর এইচ খান, প্রধান জনসংযোগ কর্মকর্তা আবু মিয়া আকন্দ তুহিন, অফিস অব স্পোর্টস-এর কো-অর্ডিনেটর মো. জয়নাল আবেদীন, শিক্ষক-শিক্ষিকা, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষার্থীরা। এআইইউবি ইনডোর গেমস প্রতিযোগিতায় দাবা, ক্যারম, বিলিয়ার্ড, ব্যাডমিন্টন, বাস্কেটবল, টেবিল টেনিস, টেনিস, লুডু, হ্যান্ডবল এবং ভলিবলসহ ১১টি বিভিন্ন ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে। এ প্রতিযোগিতায় শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তাসহ প্রায় ২,৫০০ জন অংশ নিয়েছেন।
Read Entire Article