এই জয় অনেক দরজা খুলে দেবে: যুক্তরাষ্ট্র অধিনায়ক

4 months ago 54

অবিশ্বাস্য এক জয়ই পেয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে প্রথমবারের মতো পাকিস্তানের মুখোমুখি হয়েছিল তারা, এ ম্যাচেই জয় পেয়ে ঘটিয়েছে অঘটন। নির্ধারিত ওভারের খেলায় ম্যাচ ছিল টাই। পরে সুপার ওভারে জিতে নেয় যুক্তরাষ্ট্র।

দেশটিতে ক্রিকেট ছড়িয়ে দিতে অনেকদিন ধরেই মরিয়া ছিল আইসিসি। এজন্যই এবারের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে স্বাগতিক করা হয় যুক্তরাষ্ট্রকে। কানাডার পর এখন পাকিস্তানকেও হারিয়েছে তারা। এ জয় তাদের জন্য অনেক দরজা খুলে দেবে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল।

তিনি বলেন, ‘আমি খুব খুশি ম্যাচ জিতে। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো আমরা বিশ্বকাপে মুখোমুখিই হয়েই জয় পেয়েছি, আমাদের দলের এটা অবিশ্বাস্য পারফরম্যান্স ছিল। এজন্য আমি বলতে চাই, যুক্তরাষ্ট্র ও দেশের ক্রিকেট কমিউনিটির জন্য এটা বড় একটা দিন।’

‘অবশ্যই পাকিস্তানকে বিশ্বকাপে হারানো অনেক দরজা খুলে দেবে আমাদের জন্য। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন করা ও দল হিসেবে পারফর্ম করতে পারা, যুক্তরাষ্ট্রে ক্রিকেট ছড়িয়ে দিতে নিশ্চিতভাবেই সাহায্য করবে।’

বিশ্বকাপে এখন দূরের স্বপ্নই হাতছানি দিয়ে ডাকছে যুক্তরাষ্ট্রকে। কানাডার পর তারা জয় পেয়েছে পাকিস্তানের বিপক্ষেও। সুপার এইটে যেতে ভারত অথবা আয়ারল্যান্ডের বিপক্ষে একটি জয়ই যথেষ্ট হবে তাদের জন্য। এসব নিয়ে অবশ্য এখনই ভাবতে চাইছেন না মোনাঙ্ক।

তিনি বলেন, ‘আমরা জানি কী নিয়ে কাজ করছি আর আমাদের সামর্থ্য কতটুকু আছে। আমরা কেবল নির্দিষ্ট খেলায় মনোযোগ দিচ্ছি। আমাদের আবেগ অনেক উঁচুতে অথবা একেবারে নিচুতে নামাতে চাই না। আমরা এটা নিশ্চিত করবো আজকের জয়টা উপভোগ করে কালকে নতুনভাবে যেন আসতে পারি।’

‘আমরা এক সময়ে একটা ম্যাচেই মনোযোগ দিতে চাই। এখন আমাদের সব মনোযোগ থাকবে ভারতের বিপক্ষে খেলায়। এমনকি এখন আয়ারল্যান্ডকে নিয়েও ভাবতে চাই না। সুপার এইট এখনও অনেক দূরের পথ।’

আইএইচএস/জিকেএস

Read Entire Article