এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি বানানোর নয়, রাষ্ট্র বিনির্মাণের : রবিউল
ঢাকা-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি বানানোর নির্বাচন নয়, এটি রাষ্ট্র বিনির্মাণের ভোট। রাষ্ট্র আজ সংকটে রয়েছে। এই সংকট থেকে উত্তরণের জন্য রাষ্ট্র ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন জরুরি, যা বিএনপির রাজনীতির মূল অঙ্গীকার। সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর নিউমার্কেট এলাকায় পঞ্চম দিনের নির্বাচনী প্রচারের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রবিউল বলেন, বিএনপি সারা দেশে ভোটারদের জন্য নতুন রাজনীতির অঙ্গীকার নিয়ে ইশতেহার ঘোষণা করেছে। এর লক্ষ্য হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাপনায় মৌলিক পরিবর্তন এনে একটি দায়িত্বশীল, জবাবদিহিমূলক ও জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা। তিনি বলেন, বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সব মানুষের ভোটে রাষ্ট্রক্ষমতায় গিয়ে জনগণের প্রত্যাশা বাস্তবায়ন করতে চায়। বিশেষ করে তরুণদের ভোট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকার সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ প্রায় তিন দশক ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থেকে আমি এলাকাবাসীর নানা সমস্যা চিহ্নিত করেছি। সুযোগ পেলে পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধান করা হবে। বিএনপি প্রার্থী দ
ঢাকা-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি বানানোর নির্বাচন নয়, এটি রাষ্ট্র বিনির্মাণের ভোট। রাষ্ট্র আজ সংকটে রয়েছে। এই সংকট থেকে উত্তরণের জন্য রাষ্ট্র ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন জরুরি, যা বিএনপির রাজনীতির মূল অঙ্গীকার।
সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর নিউমার্কেট এলাকায় পঞ্চম দিনের নির্বাচনী প্রচারের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
রবিউল বলেন, বিএনপি সারা দেশে ভোটারদের জন্য নতুন রাজনীতির অঙ্গীকার নিয়ে ইশতেহার ঘোষণা করেছে। এর লক্ষ্য হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাপনায় মৌলিক পরিবর্তন এনে একটি দায়িত্বশীল, জবাবদিহিমূলক ও জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা।
তিনি বলেন, বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সব মানুষের ভোটে রাষ্ট্রক্ষমতায় গিয়ে জনগণের প্রত্যাশা বাস্তবায়ন করতে চায়। বিশেষ করে তরুণদের ভোট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এলাকার সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ প্রায় তিন দশক ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থেকে আমি এলাকাবাসীর নানা সমস্যা চিহ্নিত করেছি। সুযোগ পেলে পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধান করা হবে। বিএনপি প্রার্থী দাবি করেন, প্রায় ৩৫ বছরের নিবিড় সম্পর্কের কারণে জনগণ আমাকে বিশ্বাস করে। তারা জানে আমি তাদের প্রতিনিধিত্ব করার যোগ্যতা ও সক্ষমতা রাখি।
নিউমার্কেট এলাকা প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, সেখানে পানি, গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ কিছু সামাজিক নিরাপত্তাজনিত সমস্যা রয়েছে। তবে একটি নির্বাচিত সরকার গঠন হলে এবং দায়িত্ব পেলে স্বল্প সময়ের মধ্যেই এসব সমস্যার সমাধান সম্ভব।
শেখ রবিউল আলম রবি আরও বলেন, আমার বিশ্বাস, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিয়ে রায়ের মাধ্যমে বিএনপি ও আমাকে তাদের পাশে থাকার সুযোগ করে দেবে। জনগণের হয়ে জবাবদিহিতার মাধ্যমে আমরা সমস্যার সমাধান করব।
এ সময় তিনি নিউমার্কেট এলাকার বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালান।
What's Your Reaction?